ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জামালখানে আইয়ুব বাচ্চুর কনসার্টে শ্রোতাদের ভিড়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
জামালখানে আইয়ুব বাচ্চুর কনসার্টে শ্রোতাদের ভিড় জামালখানে আইয়ুব বাচ্চুর কনসার্টে শ্রোতাদের ভিড়

চট্টগ্রাম: কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুর শ্রোতাপ্রিয় গানগুলো জামালখান মোড়ের উন্মুক্ত ডিজিটাল স্ক্রিনে প্রদর্শনের মধ্য দিয়ে ব্যতিক্রমী স্মরণসন্ধ্যা মানুষের নজর কেড়েছে। মনে হয়েছে যেন সত্যিই জনপ্রিয় শিল্পী আইয়ুব বাচ্চুর কনসার্ট চলছিলো।   

শুক্রবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় ‘শিল্পী আইয়ুব বাচ্চুর স্মরণসন্ধ্যা’ নামে এ ব্যতিক্রম আয়োজন করেন ২১ নম্বর জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন।

‘সেই তুমি, কেন এতো অচেনা না হলে’, ‘রুপালি গিটার’, ‘এক আকাশের তারা তুই’, ‘সুখের পৃথিবী’, আমি বার মাস তোমায় ভালবাসি, তুমি অবসর পাইলে আসিও, সহ আইয়ুব জনপ্রিয় গানগুলো যখন বেজে উঠে, তখনই আইয়ুব বাচ্চুর হাজারো ভক্ত ভিড় করতে থাকেন জামালখান মোড়ে।

বিরতিহীনভাবে চলা আইয়ুব বাচ্চুর গানের মাঝখানে গিটারের সুরে পুরো জামালখান মোড়ে শ্রোতারা মুখরিত হয়ে উঠে।

সাইফুল নামে এক শ্রোতা জানান, ‘স্ক্রিনে যখনই প্রিয় শিল্পী আইয়ুব বাচ্চু গিটার বাজিয়ে গান গাচ্ছিলো, তখন এ কিংবদন্তী শিল্পীকে খুব মনে পড়ছিলো।

কখনো ভাবিনি এতো তাড়াতাড়ি তিনি পরাপারে চলে যাবেন।

গানের মাধ্যমে আইয়ুব বাচ্চু আমাদের কাছে আজীবন অমর হয়ে থাকবেন বলেও জানান তিনি।

কাউন্সিলর শৈবাল দাশ সুমন বাংলানিউজকে বলেন, সংগীতাজ্ঞনের কিংবদন্তী শিল্পী আইয়ুব বাচ্চু আমাদের গর্ব, আমাদের অহংকার। জামালখানে মোড়ে এ জনপ্রিয় শিল্পীর স্মরণে এ সংগীতসন্ধ্যার আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে জামালখান মোড় সাংস্কৃতিক অঙ্গন হিসেবে পরিচিত পাচ্ছে।

জঙ্গিবাদ ও অপসংস্কৃতি দূর করতে এ ধরণের ব্যতিক্রমী আয়োজন অব্যাহত থাকবে বলেও জানান এ জনপ্রতিনিধি।

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।