ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘অশুভ শক্তিকে নির্বাচন বানচালের সুযোগ দেওয়া হবে না’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৮
‘অশুভ শক্তিকে নির্বাচন বানচালের সুযোগ দেওয়া হবে না’ বক্তব্য দেন খোরশেদ আলম সুজন।

চট্টগ্রাম: কোন অশুভ শক্তিকে আগামী নির্বাচন বানচালের সুযোগ দেওয়া হবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।

মঙ্গলবার (২৩ অক্টোবর) বিকেলে ৪০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আগামী ২৭ অক্টোবর নগরের সিইপিজেড চত্ত্বরে গণসমাবেশ সফল করার লক্ষ্যে পতেঙ্গা থানা আওয়ামী লীগ এ কর্মীসভার আয়োজন করে।

খোরশেদ আলম সুজন বলেন, বাংলাদেশ যখন শেখ হাসিনার নেতৃত্বে আজ উন্নতির উচ্চ শিখরে আরোহন করতে চলেছে ঠিক তখনই কিছু স্বার্থান্বেষী গোষ্ঠি বাংলাদেশকে পিছিয়ে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করছে। তারা দেশে বিদেশে বাংলাদেশের নামে বিভিন্ন অপপ্রচার ছড়াচ্ছে।

জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সাহস হারিয়ে তারা এখন নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তাদের সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ফলপ্রসূ করে তুলতে হবে। এ বিষয়ে সকল দেশপ্রেমিক নাগরিককে সতর্ক থেকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার উদাত্ত আহবান জানান।

তিনি আরও বলেন, পরিকল্পিতভাবে দেশের বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসের গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। বিচারপতি এস কে সিনহার মাধ্যমে যারা দেশের বিচার ব্যবস্থার মধ্যে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চালিয়েছিল; সরকারের সঠিক সময়ে সঠিক পদক্ষেপের কারণে তাদের সে ষড়যন্ত্র ব্যর্থতায় পর্যবসিত হয়েছে।

পতেঙ্গা থানা আওয়ামী লীগের আহবায়ক হাজী আব্দুল হালিম কোম্পানীর সভাপতিত্বে ও ৪০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চৌধুরী আজাদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জহুর আহমদ কোম্পানি, কার্যনির্বাহী সদস্য রোটারিয়ান মো. ইলিয়াছ, পতেঙ্গা থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এস এম ইসলাম, ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাউন্সিলর হাজী ছালেহ আহমদ চৌধুরী, ৪০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল বারেক কোম্পানী, ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আলম, আওয়ামী লীগ নেতা মুছা কোম্পানী, মো. আলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৮
এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।