ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রোগীর সেবা নিশ্চিত করার আহ্বান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৮
রোগীর সেবা নিশ্চিত করার আহ্বান চমেক হলরুমে নার্সদের বিভাগীয় সম্মেলন। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: রোগীর সেবা নিশ্চিত করতে নার্সদের প্রতি অনুরোধ জানালেন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) শাখার সভাপতি মোহাম্মদ কামাল হোসেন পাটোয়ারী।

মঙ্গলবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হলরুমে নার্সদের বিভাগীয় সম্মেলনে তিনি এ অনুরোধ জানান।

অনুষ্ঠানে উপস্থিত সংগঠনের নেতারা।                     <div class=

ছবি: বাংলানিউজ" src="https://www.banglanews24.com/media/imgAll/2018October17/bg/news_gl20181023172453.jpg" style="margin:5px; width:100%" />চমেক হাসপাতাল ডিপ্লোমা নার্সেস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক রতন কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব তপন কান্তি দে।

উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব জামাল উদ্দিন বাদশা,  বিএনএ স্ট্যান্ডিং কমিটির সদস্য মো.মশিউর রহমান পলাশ প্রমুখ।

কামাল হোসেন পাটোয়ারী বলেন, বর্তমান সরকারের আমলে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় ২০ হাজার নার্স নিয়োগ দেওয়া হয়েছে।  আগামী মাসের প্রথম সপ্তাহে নিয়োগ দেওয়া হচ্ছে ৫ হাজার ১০০ জন নার্স।  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের প্রচেষ্টায় স্বাস্থ্যসেবায় আমূল পরিবর্তন এসেছে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, অক্টোবর ২৩,২০১৮ 
জেইউ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।