ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রাজনৈতিক পরিস্থিতি বিপিএলে বাধা হবে না

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৮
রাজনৈতিক পরিস্থিতি বিপিএলে বাধা হবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহ-সভাপতি সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম: নির্বাচনকালীন রাজনৈতিক পরিস্থিতি ষষ্ঠ বিপিএলে বাধা হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহ-সভাপতি সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

মঙ্গলবার (২৩ অক্টোবর) সকালে নগরের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম পরিদর্শনে এসে মেয়র এসব কথা বলেন।

আ জ ম নাছির উদ্দীন বলেন, নির্বাচনকালীন কোনো প্রকার অস্থিতিশীল পরিস্থিতি আমরা আশা করি না।

এ রকম কিছু হলেও সুষ্ঠু এবং সুন্দরভাবে বিপিএল অনুষ্ঠিত হবে। খেলোয়াড় থেকে শুরু করে সবার জন্য নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে।

বিসিবির সহ-সভাপতি বলেন, চট্টগ্রামের মানুষ ক্রীড়াপ্রেমী। আশা করি বুধবার (২৪ অক্টোবর) থেকে অনুষ্ঠেয় বাংলাদেশ-জিম্বাবুয়ে দলের ম্যাচ, নভেম্বরে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দলের ম্যাচ এবং জানুয়ারিতে বিপিএল উপভোগ করতে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দর্শকের ঢল নামবে।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামকে আরও আধুনিক করার পরিকল্পনা আছে বলেও জানান মেয়র।

বাংলাদেশ সময়ঃ ১০৩০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৮
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।