ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রেডিসনে ওয়েডিং এক্সপো শুরু বৃহস্পতিবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮
রেডিসনে ওয়েডিং এক্সপো শুরু বৃহস্পতিবার বক্তব্য দেন রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আখতারুজ্জামান। ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: মধুচন্দ্রিমার প্যাকেজ, নবদম্পতির ঘর সাজানোর আসবাব, ইভেন্ট ম্যানেজমেন্ট, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, মেকআপ, বর-কনের জমকালো পোশাক নিয়ে বৃহস্পতিবার (২৫ অক্টোবর) চট্টগ্রামে শুরু হচ্ছে ‘দ্যা গ্র্যান্ড ওয়েডিং এক্সপো-২০১৮’।

পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ আয়োজিত, ভায়োলেট ইনকরপোরেশনের তত্ত্বাবধানে তিন দিনের এ মেলার উদ্বোধন করবেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি থাকবেন রেডিসনের মহাব্যবস্থাপক রবিন এডওয়ার্ডস।

এবার প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। সমাপনী দিনে থাকবে গালা নাইট।

যেখানে থাকবে বিখ্যাত কোরিওগ্রাফার লুনা তার মডেলদের ব্রাইডাল ফ্যাশন শো এবং সংগীতানুষ্ঠান।

সোমবার (২২ অক্টোবর) বিকেলে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়।

বক্তব্য দেন রেডিসনের মহাব্যবস্থাপক রবিন এডওয়ার্ডস।  সংবাদ সম্মেলনে বক্তব্য দেন রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আখতারুজ্জামান, মহাব্যবস্থাপক রবিন এডওয়ার্ডস, স্পন্সর প্রতিষ্ঠান ডায়মন্ড সিমেন্টের ব্যবস্থাপক মো. আমান উল্লাহ চৌধুরী, পিটুপি ফ্যামিলির পরিচালক সাদমান সাফা শেফা, এমঅ্যান্ডএমের মানজুমা মোরশেদ, হাবিব তাজকিরাসের রুম্মান আহমেদ ও ভায়োলেট ইনকরপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক এবিএম খালেদ মাহমুদ।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আখতারুজ্জামান বলেন, গাড়ি সাজানো, ভেনু ঠিক করা, রান্নাবান্না থেকে শুরু করে বিয়ের সব কাজ একসময় নিজেকে করতে হতো। এখন ওয়েডিং ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে গেছে। এর ফলে বর-কনের পরিবার কিছুটা স্বস্তি পাচ্ছেন। আশাকরি, ওয়েডিং এক্সপো আগের দুই বছরের চেয়ে এবার আরও বেশি জাঁকজমকপূর্ণ হবে।

সাদমান সায়ফা শেফা বলেন, বিয়ের পরিকল্পনাকে পরিপূর্ণতা দিতে কাজ করছে পিটুপি ফ্যামিলি। নিউক্লিয়ার ফ্যামিলির চাহিদা অনুযায়ী আমরা অত্যাধুনিক আসবাব সরবরাহ করছি। বিয়ে ভাঙন ও যৌতুক প্রথা বন্ধে সবাইকে এগিয়ে আসতে হবে।

রুম্মান আহমেদ বলেন, ওয়েডিং এক্সপোর জন্য আমরা বছরজুড়ে অপেক্ষায় থাকি। বর-কনের বেস্ট লুক আনার চেষ্টা করি আমরা। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এখানে বিয়ের মৌসুম। এক ছাতার নিচে বিয়ের সব আয়োজন থাকায় চট্টগ্রামবাসী উপকৃত হবেন।

মো. আমান উল্লাহ চৌধুরী বলেন, বিয়ে আনন্দের ব্যাপার। বর-কনের সূত্র ধরে দুইটি পরিবার, দুইটি সমাজের মধ্যে সেতুবন্ধন রচিত হয়। চট্টগ্রামে নীরবে যৌতুকের ব্যাপারটি ঘটছে। ওয়েডিং এক্সপোতে যৌতুকবিরোধী প্রচারণা থাকলে ভালো হয়।

তৃতীয় আয়োজনে অনেক বেশি সাড়া পেয়েছেন জানিয়ে এবিএম খালেদ মাহমুদ বলেন, আসছে বিয়ের মৌসুমকে আরও রাঙিয়ে দিতে এবারের আয়োজনে ঢাকা-চট্টগ্রামের সেরা ওয়েডিং প্রতিষ্ঠানগুলো আসছে ওয়েডিং এক্সপোতে। ইতিমধ্যে ৫৫টি প্রতিষ্ঠান অংশগ্রহণের বিষয়টি চূড়ান্ত করেছে।  

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮
এআর/টিসি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad