ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিএনপির শামীম ও বক্কর গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮
বিএনপির শামীম ও বক্কর গ্রেফতার

চট্টগ্রাম: বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবের রহমান শামীম ও চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করকে  গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। 

সোমবার (২২ অক্টোবর) দুপুরে নগরের জিইসি মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।  

বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (উত্তর) মেহেদি হাসান।

তিনি বলেন, জিইসির মোড়ের একটি হোটেলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।  

রোববার (২১ অক্টোবর) চট্টগ্রাম আদালত চত্বরে পুলিশের উপর ‘হামলার’ ঘটনায় দায়ের হওয়া মামলায় মাহাবুবের রহমান শামীম ও আবুল হাশেম বক্করকে  গ্রেফতার করা হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা মেহেদী হাসান।

রোববার দুপুরে কোতোয়ালী থানায় তথ্যপ্রযুক্তি আইনে দায়ের হওয়া মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দেন মহানগর দায়রা জজ আদালত। পরে আদালত চত্বরে পুলিশের উপর ‘হামলা’ করে বিএনপি নেতাকর্মীরা।

এ ঘটনায় কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইদ্রিস বাদি হয়ে নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনকে প্রধান আসামি করে ১৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।  

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮
এসকে/এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।