ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ওয়াসার পানি শোধনাগারের ট্যাংকে ২ শ্রমিকের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮
ওয়াসার পানি শোধনাগারের ট্যাংকে ২ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম: হাটহাজারী উপজেলার মদুনাঘাট এলাকায় চট্টগ্রাম ওয়াসার পানি শোধনাগারের একটি সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২২ অক্টোবর) নজরুল ইসলাম (৩০) ও মো. ইউসুফ (২২) নামের এ দুই শ্রমিক মারা যান।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে জানান, এক মাস আগে ঢালাই করা একটি সেপটিক ট্যাংকের মুখ খুলে ওই দুই শ্রমিক ভেতরে ঢোকেন পরিচর্যার জন্য।

 সেখানে জমে থাকা পানি দূষিত হয়ে যাওয়ায় অ্যামোনিয়া গ্যাস জমে যায়।  অক্সিজেনের অভাবে তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
তাদের উদ্ধার করে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

তিনি জানান, নজরুল পটুয়াখালীর আবদুর রউফের এবং ইউসুফ বাগেরহাটের কচুয়ার মো. আল আমিনের ছেলে।   

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮
এআর/এসি/টিসি          

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।