ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বজ্রপাতের শব্দ নাকি বোমা বিস্ফোরণ!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮
বজ্রপাতের শব্দ নাকি বোমা বিস্ফোরণ! বিএনপির কার্যালয় নাসিমন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলন

চট্টগ্রাম: রাতে বজ্রপাতের শব্দকে বোমা বিস্ফোরণ হিসেবে চালিয়ে দিয়ে বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দায়ের করা হয়েছে।

নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর এ অভিযোগ করে বলেন, বায়েজিদ বোস্তামি এলাকার ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে পুলিশ।

সোমবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ১৩ অক্টোবর রাতভর বৃষ্টি হয়। সঙ্গে বিকট শব্দে বজ্রপাতও হয়েছে।

এ বজ্রপাতের ঘটনাকে বোমা বিস্ফোরণ হয়েছে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। আর এভাবে বিএনপির নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে।

এছাড়া বাকলিয়া এলাকার বাসিন্দা জসিম উদ্দিন নামে এক নেতার মৃত্যু হয়েছে ২০১৭ সালের ১০ অক্টোবর। কয়েকদিন আগে সেই মৃত ব্যক্তির নামেও মামলা করা হয়েছে বলে জানান তিনি।

২৭ অক্টোবর শনিবার বিকেল তিনটায় নগরের লালদীঘি মাঠে জনসভা করারও ঘোষণা দেওয়া হয় সংবাদ সম্মেলনে।

এ সময় উপস্থিত ছিলেন নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ানসহ দলীয় নেতারা।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮
জেইউ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।