ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অভিজাত হোটেলে বাসি খাবার!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮
অভিজাত হোটেলে বাসি খাবার! জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তারের নেতৃত্বে অভিযান

চট্টগ্রাম: নগরের আগ্রাবাদ এলাকায় অভিজাত হোটেল ল্যান্ডমার্কে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বাসি খাবার পরিবেশন, পোড়া তেলে রান্নাসহ নানা অপরাধে হোটেলটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (২১ অক্টোবর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার বাংলানিউজকে জানান, ভোক্তা অধিকার আইনে আগ্রাবাদ এলাকার ল্যান্ডমার্ক হোটেল ও রিজ রেস্টুরেন্টে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

এ সময় পোড়া তেলে রান্না, বাসি ফাস্ট ফুড বিক্রিসহ নানা অপরাধে ল্যান্ডমার্ক হোটেলকে ৩০ হাজার টাকা এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে রিজ রেস্টুরেন্টকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।

নগরবাসীর জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের নির্দেশে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়ঃ ২১৪৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।