ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘সার্টিফিকেটের চেয়ে পেছনের মানুষটা অনেক দামি’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮
‘সার্টিফিকেটের চেয়ে পেছনের মানুষটা অনেক দামি’ ইডিইউর অনুষ্ঠানে বক্তব্য দেন ইউজিসির চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান

চট্টগ্রাম: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান বলেছেন, বিশ্ববিদ্যালয়ের চার দেয়ালের মাঝে পুঁথিগত জ্ঞান অর্জন সম্ভব কিন্তু সামগ্রিক জ্ঞান সম্ভব নয়। চারপাশে যা ঘটছে সেখান থেকে জ্ঞান আহরণ করতে হবে।

সম্প্রতি ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত ফল সেশন-২০১৮’র ওরিন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মনে রাখতে হবে সার্টিফিকেটের চেয়ে পেছনের মানুষটা অনেক দামি।

নিজেকে মূল্যায়ন করতে হলে পড়াশুনার বিকল্প নেই। পৃথিবীটাই একটা উম্মুক্ত পাঠশালা।
 

প্রফেসর আবদুল মান্নান বলেন, আমি তারুণ্য পছন্দ করি। তরুণদের সাথে থাকতে ভালবাসি। তরুণরাই দেশের ভবিষ্যৎ। তরুণদের সাহচার্য আমাকে সব সময় উজ্জীবিত করে।

সভাপতির বক্তব্যে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর মুহাম্মদ সিকান্দার খান বলেন, আমরা শুরু থেকেই শিক্ষার মান নিশ্চিত করার বিষয়ে সচেতন ছিলাম। কোন অবস্থাতেই আমরা এ ব্যাপারে আপোষ করিনি। শিক্ষার মান উন্নয়নে যা যা করণীয় আমরা সবই করছি।

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, ইউজিসির নিয়ম মেনে ন্যূনতম সময়ের মধ্যে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করে সেখানে পূর্ণাঙ্গ শিক্ষাকার্যক্রম পরিচালনা করে আমরা একটা ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করার চেষ্টা করেছি।  

সভায় স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার সজল কান্তি বড়ুয়া। স্কুল অব লিবারেল আর্টসের প্রভাষক তাসমীম চৌধুরী বহ্নির সঞ্চালনায় বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর সামস-উদ দোহা, স্কুল অব ইঞ্জিনিয়ারিং’র ডিন ড. মোহাম্মদ নাজিম উদ্দিন, স্কুল অব বিজনেস’র ডিন ড. মোহাম্মদ রকিবুল কবির, স্কুল অব লিবারেল আর্টস’র ডিন মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) শাফায়েত কবির চৌধুরী। নতুন শিক্ষার্থীর পক্ষে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী সিদ্রাতুল মুনতাহা চৌধুরী।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।