ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে জনসভা করতে চায় ঐক্যফ্রন্ট

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
চট্টগ্রামে জনসভা করতে চায় ঐক্যফ্রন্ট

চট্টগ্রাম: গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যফ্রন্ট নগরে পূর্বঘোষিত জনসভার প্রস্তুতি নিচ্ছে। লালদীঘির মাঠ ব্যবহারে কর্তৃপক্ষের অনুমতি না পেলে তারা অন্য যেকোনো জায়গায় সমাবেশ করবেন।

রোববার (২১ অক্টোবর) বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন গণফোরাম চট্টগ্রাম মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক রণজিত সিকদার।

তিনি বাংলানিউজকে বলেন, আগামী শনিবার (২৭ অক্টোবর) জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ হবে লালদীঘির মাঠে।

এ লক্ষ্যে মুসলিম হাইস্কুল কর্তৃপক্ষের কাছ থেকে মাঠ ব্যবহারের অনুমতি নেয়ার চেষ্টা চলছে। অনুমতি পেলে পুলিশ কমিশনারের কাছে যাবো।

তিনি বলেন, লালদীঘির মাঠে সমাবেশের অনুমতি না পেলে সুবিধাজনক যেকোনো জায়গায় শনিবার বা রোববার জাতীয় ঐক্যফ্রন্টের বিভাগীয় সমাবেশ হবে।

জোটের প্রধান ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ সিনিয়র নেতারা সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে।

জানা গেছে, গণফোরাম চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার নেতা-কর্মীদের নিয়ে শনিবার (২০ অক্টোবর) সংগঠন কার্যালয়ে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

গণফোরাম চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মুজিবুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জানে আলম, উত্তর জেলা শাখার সভাপতি রতন ব্যানার্জী, মহানগর শাখার সহ-সভাপতি মনসুর মোহাম্মদ খান, সাংগঠনিক সম্পাদক রণজিত সিকদার, সম্পাদকমণ্ডলীর সদস্য মো. ফসিউল আলম, আদীল আহম্মদ মজুমদার, ডা. আলাউদ্দিন, উজ্জ্বল ভৌমিক, নুরুল আবছার, মো. বাহার উদ্দিন, নিলীমা বড়ুয়া, মঞ্জুর আলম চৌধুরী, এম এইচ খোকন, শঙ্কর দত্ত, মৃণাল বড়ুয়া, প্রদীপ মণ্ডল, মো. আবছার, রেজাউল করিম বাদল, ওমর ফারুক প্রমুখ ।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।