ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পৃথক দুর্ঘটনায় চার জনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৭ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
পৃথক দুর্ঘটনায় চার জনের মৃত্যু

চট্টগ্রাম: চট্টগ্রামে পৃথক দুর্ঘটনায় চার জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২০ অক্টোবর) নগরের আকবরশাহ থানার রাস্তার মাথা এলাকায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে মারা যান বীর বাহাদুর (১৬)। দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

সীতাকুণ্ডের বড় কুমিরা এলাকায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে মারা যান আমিরুল ইসলাম বাবলু (২৫)। বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফটিকছড়ির বাস স্টেশন এলাকায় সিএনজি-মাইক্রো বাস-মোটর সাইকেলের ত্রিমুখী সংঘর্ষে সিএনজির যাত্রী আমেনা বেগম (৯০) মারা যান। বিকেল ৫ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

হাটহাজারীর দক্ষিণ বুড়িশ্চর এলাকায় পুকুরের পানিকে ডুবে মিফতাহ (৬) নামে এ শিশুর মৃত্যু হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শীলব্রত বড়ুয়া বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।