ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মাদ্রাসা শিক্ষার উন্নয়নে কাজ করছে সরকার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
মাদ্রাসা শিক্ষার উন্নয়নে কাজ করছে সরকার বক্তব্য দেন খোরশেদ আলম সুজন

চট্টগ্রাম: মাদ্রাসা শিক্ষাকে মূলধারার সঙ্গে য্ক্তু করে সরকার যুগান্তকারী দৃষ্টান্ত স্থাপন করেছে। মাদ্রাসার শিক্ষার্থীরা এখন ইমাম, মোয়াজ্জেম বা মুদাররিস হওয়ার পাশাপাশি ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার হওয়ার সুযোগ পাচ্ছে।

শনিবার (২০ অক্টোবর) দুপুরে নগরের দারুল উলুম আলিয়া মাদ্রাসার শিক্ষক, অভিভাবক এবং ছাত্রদের সমাবেশে এসব কথা বলেন মাদ্রাসার গর্ভনিং কমিটির চেয়ারম্যান খোরশেদ আলম সুজন।

সমাবেশে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাহবুবুল আলম সিদ্দিকী।

বিশেষ অতিথি ছিলেন ইসলামি চিন্তাবিদ ও গবেষক তাহের ছোবহান, মাদ্রাসা গর্ভনিং কমিটির সহ-সভাপতি শাহাবুদ্দিন আহমদ, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু।

শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন মাওলানা মহিউদ্দিন, মওলানা মুনির উদ্দিন।

 অভিভাবকদের পক্ষে বক্তব্য দেন জসিম উদ্দিন, ওয়াক্কাস উদ্দিন, হাফেজ আবু তাহের প্রমূখ।

খোরশেদ আলম সুজন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এ মাদ্রাসার পুরাতন ভবন ভেঙে নতুন বহুতল ভবনের জন্য ৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। অচিরেই এর নির্মাণ কাজ শুরু হবে। নানা উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে দারুল উলুম আলিয়া মাদ্রাসাকে তার গৌরবময় সোনালী অতীতে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।