ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আবক্ষ মূর্তি তৈরি হবে আইয়ুব বাচ্চুর: নাছির

জমির উদ্দিন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
আবক্ষ মূর্তি তৈরি হবে আইয়ুব বাচ্চুর: নাছির আইয়ুব বাচ্চুর মরদেহে শ্রদ্ধা জানান মেয়র আ জ ম নাছির উদ্দীন। ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চুর স্মৃতি স্মরণে আবক্ষ মূর্তি তৈরি করে নগরের যে কোনো একটি গুরুত্বপূর্ণ স্থানে বসানোর ঘোষণা দিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

শনিবার (২০ অক্টোবর) জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে জানাজাপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা জানান।

আ জ ম নাছির উদ্দীন বলেন, কিছুদিন আগে বাচ্চুর সঙ্গে আমার কথা হয়েছিল।

তিনি চট্টগ্রামে একটি বাড়ি করার ইচ্ছে প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, তার বাবার সঙ্গে ওই বাড়িতে জীবনের পরবর্তী সময় কাটাতে চান।

মেয়র বলেন, চট্টগ্রামের এ প্রিয় সন্তানের জন্য নগরের যে কোনো স্থানে একটি আবক্ষ মূর্তি বসানো হবে। এ ব্যাপারে করপোরেশনের সাধারণ সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
জেইউ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।