ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আইয়ুব বাচ্চুর জানাজায় মানুষের ঢল

জমির উদ্দিন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
আইয়ুব বাচ্চুর জানাজায় মানুষের ঢল আইয়ুব বাচ্চুর জানাজায় মানুষের ঢল। ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: নগরের দামপাড়া জমিয়তুল ফালাহ মসজিদে নামাজে জানাজা পড়ার উদ্দেশ্যে আনা হয়েছে সাদা কাফনে মোড়ানো আইয়ুব বাচ্চুর মরদেহ। সেখানে হাজারো ভক্তের ঢল নেমেছে।

শনিবার (২০ অক্টোবর) বিকেল ৩টার দিকে সিটি কর্পোরেশনের মরদেহ বহনকারী গাড়িতে তার মরদেহ আনা হয়।  

তবে এর আগেই ভক্তরা জমিয়তুল ফালাহ প্রাঙ্গণে এসে উপস্থিত হন।

দূর–দূরান্ত থেকে তারা এসেছেন প্রিয় শিল্পীকে শেষ বিদায় জানাতে।

আইয়ুব বাচ্চুর জানাজায় মানুষের ঢল।                                             <div class=

ছবি: উজ্জ্বল ধর" src="https://www.banglanews24.com/media/imgAll/2018October17/bg/ab-bg20181020182348.jpg" style="margin:1px; width:100%" />মরদেহ রাখা হয়েছে মসজিদের সামনে। সেখানে শ্রদ্ধা জানাচ্ছেন সবাই।

সেখানে উপস্থিত আছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান, আইয়ুব বাচ্চুর বাবা মো. ইসহাক, নগর আওয়ামী লীগ সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, শিল্পী পার্থ বড়ুয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
জেইউ/এসি/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।