ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রুপালি গিটার ও আইয়ুব বাচ্চুর ইচ্ছে

সুবল বড়ুয়া, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
রুপালি গিটার ও আইয়ুব বাচ্চুর ইচ্ছে জনপ্রিয় শিল্পী আইয়ুব বাচ্চু।

চট্টগ্রাম: ‘আইয়ুব বাচ্চুর ইচ্ছে ছিলো, রুপালি গিটারসহ তার সংগৃহিত ৬০টি গিটার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দিয়ে দেবে। কিন্তু সেই ইচ্ছেটা পূরণ হলো না।’

শনিবার (২০ অক্টোবর) বেলা ১২টার দিকে জনপ্রিয় সংগীত শিল্পী আইয়ুব বাচ্চুর মরদেহ নগরের পূর্ব মাদারবাড়িতে এসে পৌঁছালে আবেগ-আপ্লুত হয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তারই মামা মো. আবদুল হালিম।

তিনি আরও বলেন, ‘সুযোগ পেলেই চট্টগ্রামের মাদারবাড়িতে ছুটে আসতো বাচ্চু।

আমার বোন (বাচ্চুর আম্মু) মারা যাওয়ার পর বাচ্চুকে আমরা দেখাশুনা করতাম। ছোটবেলা থেকেই তার ইচ্ছে ছিলো সে একজন বড় শিল্পী হবে।
ইচ্ছে অনুযায়ী জনপ্রিয় ও দেশবরেণ্য শিল্পীও হয়েছে সে। কিন্তু এতো বড় শিল্পী হওয়ার পরও সে আমাদের খুব শ্রদ্ধা-সম্মান করতো। সে বলতো, আপনি তো আমার মামা। মামা মানে মা মা, দুইটা মা। পায়ে ধরে সালাম করতো। ’

আইযুব বাচ্চু খুব দানবীর ছিল উল্লেখ করে মো. আবদুল হালিম আরও বলেন, ‘রুপালি গিটারসহ তার ৬০টা গিটার ছিল। বেশ কিছুদিন আগে এসব গিটার নিলামেও দিয়েছিলো বাচ্চু। পরে নিলাম কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। আমাকে বলেছিলো, এসব গিটার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দিয়ে দেবে। আমাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসির (উপাচার্য) সঙ্গে কথা বলতে বলেছিলো। পরে সেটি আর হয়ে ওঠেনি। খুব শক্ত মনোবল ছিল তার। ’

আইয়ুব বাচ্চুর জন্য সকলের কাছে পরিবারের পক্ষ থেকে দোয়াও চেয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।