ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

স্বপ্নের সোনালি ট্রফি নিয়ে বাঁধভাঙা উচ্ছ্বাস!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
স্বপ্নের সোনালি ট্রফি নিয়ে বাঁধভাঙা উচ্ছ্বাস! স্বপ্নের সোনালি ট্রফি নিয়ে সেলফি তুলেন অনেকে। ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: ক্রিকেটের জন্মস্থান ইংল্যান্ড এ আগামী বছর অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ক্রিকেটের মহারণ। এর আগেই ‘ট্রফি ট্যুরের’ অংশ হিসেবে বিশ্ব ঘুরছে সোনালি ট্রফিটি। এরই অংশ হিসেবে ঢাকা, সিলেট ঘুরে স্বপ্নের ট্রফি এখন চট্টগ্রামে।

শনিবার (২০ অক্টোবর) সকালের ফ্লাইটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয় ট্রফিটি। এরপর এটি নগরের এম এ আজিজ স্টেডিয়ামে নিয়ে আসেন বিসিবির কর্মকর্তারা।

বিশ্বকাপ ট্রফি দেখতে দীর্ঘ সারি।  ছবি: উজ্জ্বল ধরস্টেডিয়ামের জিমনেশিয়াম সংলগ্ন টেনিস কোর্টে স্থাপিত মঞ্চে সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত ইউনিসেফের উদ্যোগে নগরের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ট্রফিটি প্রদর্শন করা হয়।

এরপর এটি সবার জন্য উন্মুক্ত করা হয়। সন্ধ্যা ৬টা পর্যন্ত এ প্রদর্শনী চলবে।

এদিকে স্বপ্নের সোলালি ট্রফিট দেখতে স্টেডিয়াম পাড়ায় ভিড় করেছেন ক্রিকেটপ্রেমী মানুষ। লাইন ধরে দাঁড়িয়ে তারা স্বচ্ছ বাক্সে ঘেরা ট্রফি দেখছেন। অনেকে স্বপ্নের ট্রফি সামনে পেয়ে তুলে রাখছেন সেলফি। চোখে-মুখে স্বপ্ন পূরণের উচ্ছ্বাস।

প্রায় ১১ কেজি ওজনের বিশ্বকাপ ট্রফিটি ৫টি মহাদেশের ২১টি দেশের ৬০টি শহরে প্রদর্শনের কথা রয়েছে। বিশ্বের ৬ নম্বর দেশ হিসেবে ট্রফিটি এখন বাংলাদেশে।

এর আগে ২৭ আগস্ট দুবাইয়ে আইসিসির সদর দফতর থেকে শুরু হয় বিশ্বকাপ ট্রফির ভ্রমণ। বাংলাদেশ থেকে ট্রফিটি নেপাল নিয়ে যাওয়া হবে। ১৯ ফেব্রুয়ারি এটি ইংল্যান্ডে পৌঁছাবে।

২০১৯ সালের ৩০ মে থেকে ১৪ জুলাই পর্যন্ত ইংল্যান্ডের বিভিন্ন শহরে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।