ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অবশেষে সড়কটি সংস্কার হলো

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
অবশেষে সড়কটি সংস্কার হলো

চট্টগ্রাম: বাংলাদেশ স্বাধীন হওয়ার অনেক আগে থেকে বাঁশবাড়ীয়া দক্ষিণ আকিলপুর সড়ক সংস্কারহীন ছিল। দীর্ঘদিন পর সড়কটি সংস্কার করা হয়েছে। সবার মুখে হাসি ফুটেছে।

সীতাকুণ্ডের সংসদ সদস্য দিদারুল আলম শুক্রবার দুপুর ১২টায় সংস্কার হওয়া সড়ক উদ্বোধনকালে এসব কথা বলেন।

ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স হাসান মোটর্স এর তত্ত্বাবধানে এ সড়ক সংস্কারে ব্যয় ধরা হয়েছিল ৫৩লক্ষ ৫৯হাজার ৩৭২টাকা।

দিদারুল আলম বলেন, এ সড়ক দিয়ে প্রতিদিন শত শত লোক চলাচল করে। খানাখন্দক থাকায় এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হয়েছে।

আসন্ন সংসদ নির্বাচনে আবারো নৌকা প্রতীকে ভোট দিলে আগের মত উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁশবাড়ীয়া ইউপি চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর, কুমিরা ইউপি চেয়ারম্যান মো. মোরশেদ হোসেন চৌধুরী, মুক্তিযোদ্ধা সরোয়ার কামাল লাতু, ইউপি সদস্য মো. মাহাবুব আলম, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শাহাজান, সদস্য মাইনুল হাসান, ইউনিয়ন যুবলীগের সভাপতি জয়নাল উদ্দীন টিটু, ছাত্রলীগ সভাপতি সাহাদাত হোসেন কামরুল, সাধারণ সম্পাদক মো. ইমাম উদ্দিন চৌধুরী আদিল, কুমিরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সৈয়দ সোহরাফ হোসেন টিপু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।