ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আইয়ুব বাচ্চুর অপেক্ষায় চট্টগ্রামবাসী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
আইয়ুব বাচ্চুর অপেক্ষায় চট্টগ্রামবাসী জনপ্রিয় সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চুর মরদেহ চট্টগ্রামে আসছে।

চট্টগ্রাম: জনপ্রিয় সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চুর মরদেহ চট্টগ্রামে আসছে শনিবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টায়। এরপর সেটি নিয়ে যাওয়া হবে নানার বাড়ি পূর্ব মাদারবাড়ি এলাকায়।

দুপুর আড়াইটার দিকে নগরের দামপাড়া জমিয়াতুল ফালাহ মসজিদে মরদেহ আনা হবে। বাদ আছর সেখানে জানাজা শেষে মরদেহ দাফন করা হবে চৈতন্যগলি কবরস্থানে মায়ের পাশে।

আইয়ুব বাচ্চুকে এক নজর দেখতে অপেক্ষায় আছেন চট্টগ্রামবাসী। জানাজায় শরিক হওয়ার জন্য ইতোমধ্যে নগরের বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়েছে

আইয়ুব বাচ্চুর সহকর্মী শিল্পী আহমেদ নেওয়াজ বাংলানিউজকে বলেন, আইয়ুব বাচ্চুর মরদেহ বেলা সাড়ে ১১টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবে।

আমরা বিমানবন্দরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। সেখান থেকে মরদেহ তার মামার বাড়িতে নিয়ে আসা হবে।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সকালে রাজধানীর নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন আইয়ুব বাচ্চু। এরপর তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮

জেইউ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।