ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৮
বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম: নগরের বাকলিয়া থানার তুলাতলী এলাকায় টিউবওয়েল স্থাপনের সময় কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. জালাল (১৭) নামে এক শ্রমিক মারা গেছেন।

শুক্রবার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মো. জালাল ভোলা জেলার সদর উপজেলার চরশ্যামা এলাকার মো. খুরশিদ আলমের ছেলে।

তিনি চট্টগ্রাম নগরের ২ নম্বর গেইট এলাকায় থাকতেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো. আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে বলেন, তুলাতলী এলাকায় টিউবওয়েল স্থাপনের সময় কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত মো. জালালকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জালালের সহকর্মীদের বরাত দিয়ে মো. আলাউদ্দিন তালুকদার বলেন, কম্প্রেশার মেশিনের সুইচ চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৮
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।