ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পতেঙ্গায় প্রতিমা বিসর্জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৮
পতেঙ্গায় প্রতিমা বিসর্জন পতেঙ্গায় প্রতিমা বিসর্জন। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা শেষে পতেঙ্গা সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জন শুরু হয়েছে। তেল-সিঁদুর পরিয়ে, মুখে মিষ্টি আর পান খাইয়ে মা দুর্গাকে বিদায় জানাতে সৈকত এখন লাখো পুণ্যার্থীর পদভারে মুখরিত।

শুক্রবার (১৯ অক্টোবর) দুপুর ১২টা থেকে পতেঙ্গা সমুদ্র সৈকতে একে একে প্রতিমা বিসর্জন দেওয়া ‍শুরু হয়। ট্রাকবাহী প্রতিমা নিয়ে পূণ্যার্থীরা ঢাক-ঢোল বাজানোর পাশাপাশি নানান ধর্মীয় শ্লোগান দিয়ে মা দুর্গাকে বিসর্জন দিচ্ছেন।

পতেঙ্গায় প্রতিমা বিসর্জন।  ছবি: বাংলানিউজবাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলার সভাপতি শ্যামল কুমার পালিত বাংলানিউজকে জানান, পতেঙ্গা সমুদ্র সৈকতে মা দুর্গাকে বিসর্জন দেওয়া শুরু হয়েছে।

 নগরের বিভিন্ন পূজা মণ্ডপ থেকে বিভিন্ন সংগঠনের ব্যানারে ট্রাকবাহী প্রতিমা নিয়ে এসে পূণ্যার্থীরা একে একে প্রতিমা বিসর্জন দিচ্ছেন।  

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া বাংলানিউজকে জানান, প্রতিমা বিসর্জনের জন্য নগরের ৪১ ওয়ার্ড ও জেলার বিভিন্ন পূজা মণ্ডপ থেকে ট্রাক নিয়ে পতেঙ্গা সমুদ্র সৈকতে এসেছেন পূণ্যার্থীরা। দুপুর ১২টা থেকে প্রতিমা বিসর্জন শুরু হয়েছে। যা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। প্রতিমা বিসর্জনের সার্বক্ষণিক দায়িত্বে সহযোগিতা করছে পুলিশ।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক শ্রীপ্রকাশ দাশ অসিত জানান, পতেঙ্গা সমুদ্র সৈকত ছাড়াও নগরের কাট্টলী সৈকত, কালুরঘাট, সদরঘাট বাঁশঘাটা, ফিরিঙ্গিবাজার, পারকি সমুদ্র সৈকতসহ বড়পুকুর, দীঘি, খাল ও নদীতে মা দেবী দুর্গার প্রতিমা বিসর্জন দেওয়া হচ্ছে।

এ বছর চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলায় ১ হাজার ৮২৫টি এবং নগরের ২৫৫টি পূজামণ্ডপে দুর্গোৎসব উদযাপিত হয়।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৮
এমআর/এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।