ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘শেখ হাসিনার সরকার অসাম্প্রদায়িক’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৮
‘শেখ হাসিনার সরকার অসাম্প্রদায়িক’ সনাতন ধর্মীয় নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন

চট্টগ্রাম: ‘শারদীয়া দুর্গোৎসবে ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং জাঁকজমকই প্রমাণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার অসাম্প্রদায়িক সরকার।’

বুধবার (১৭ অক্টোবর) মহাষ্টমীর দিন নগরের আগ্রাবাদ, গোসাইলডাঙা, বন্দর, ইপিজেড, পতেঙ্গা এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মীয় নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সারাদেশে সাড়ম্বরে শারদীয়া দুর্গোৎসব উদযাপন হচ্ছে এটা আমাদের সবার জন্যই আনন্দের বিষয়।

আমরা চাই বাংলাদেশে সব ধর্মের মানুষজন নির্দ্বিধায় নিশ্চিন্তে তাদের নিজ নিজ ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবে। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক ইচ্ছাশক্তির মাধ্যমেই।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠার যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিলেন তার পরিপূর্ণ রূপদান করেছেন তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা। প্রধানমন্ত্রী যেভাবে তার শাসনামলে গত ১০ বছর ধরে সাম্প্রদায়িক শক্তির উত্থানকে মাথাচাড়া দিয়ে উঠতে দেন নাই, সেভাবে আগামী দিনেও সাম্প্রদায়িক শক্তির উত্থানকে ঠেকাতে হলে শেখ হাসিনার কোন বিকল্প নেই।

তাই আগামী নির্বাচনে সেই সকল সাম্প্রদায়িক শক্তির উত্থানের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সনাতনী সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান খোরশেদ আলম সুজন।

এসময় বন্দর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী মো. ইলিয়াছ, ৪০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চৌধুরী আজাদ, হাজী মুছা কোম্পানী, হাজী আবুল হাসেম কোম্পানী, হাজী মো. জামাল উদ্দিন, সাবেক ছাত্রনেতা নিজাম উদ্দিন, বন্দর থানা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোরশেদ আলম, আব্দুর রহমান মিয়া, হাজী মো. হোসেন কোম্পানী, হাজী হাফেজ ওকার উদ্দিন, আজাদ চৌধুরী, নগর যুবলীগ নেতা সাদেকুর রহমান সাদেক, মো. সেলিম, আশীষ কান্তি মুহুরী, নগর পূজা উদযাপন পরিষদের সদস্য সমীর মহাজন লিটন, কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজ, স্বরূপ দত্ত রাজু, বন্দর থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক দত্ত, সাধারণ সম্পাদক রতন দাশ, ডা. অঞ্জন দাশ, পতেঙ্গা থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাজু মহাজন, সাধারণ সম্পাদক শিতম শীল, মো. ইদ্রিস, হাসান মুরাদ, সবুজ দে রতন, বিজন দে, জিকু দে প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৮
এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।