ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আইয়ুব বাচ্চুর দাফন হবে চসিকের তত্ত্বাবধানে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৮
আইয়ুব বাচ্চুর দাফন হবে চসিকের তত্ত্বাবধানে চট্টগ্রাম মেয়র আ জ ম নাছিরের সঙ্গে জানাযা, দাফনের প্রস্তুতি নিয়ে কথা বলছেন আইয়ুব বাচ্চুর ঘনিষ্টজনরা

চট্টগ্রাম: জনপ্রিয় সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চুর মরদেহ চট্টগ্রাম আসছে শনিবার (২০ অক্টোবর) সকালে। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হবে নানাবাড়ি মাদারবাড়ি এলাকায়। বাদ আছর নগরের দামপাড়া জমিয়াতুল ফালাহ মসজিদে জানাজা শেষে মরদেহ দাফন করা হবে চৈতন্যগলি কবরস্থানে মায়ের পাশে।

আইয়ুব বাচ্চুর মরদেহ চট্টগ্রামে আনা, জানাজা এবং দাফন পর্যন্ত পুরো কার্যক্রম তত্ত্বাবধান করবে চট্টগ্রাম সিটি করপোরেশন।

সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বাংলানিউজকে জানান, জনপ্রিয় সঙ্গীত ব্যক্তিত্ব আইয়ুব বাচ্চু চট্টগ্রামের কৃতি সন্তান।

এ বন্দরনগরীতেই তার বেড়ে ওঠা। চট্টগ্রামবাসীর গর্বিত এ সন্তানের শেষ যাত্রায় চট্টগ্রাম সিটি করপোরেশন পাশে থাকবে।
সব কিছু চসিকের তত্ত্বাবধানে হবে।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৮
টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।