ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ধর্ম যার যার, উৎসব সবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৮ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
ধর্ম যার যার, উৎসব সবার পূজামণ্ডপ পরিদর্শনে যান সুচিন্তা ফাউন্ডেশনের নেতারা

চট্টগ্রাম: আবহমান কাল ধরে সব ধর্মের মানুষ বাংলাদেশে নিজ নিজ ধর্ম পালন করছে। অনুষ্ঠান আর উৎসব সবখানেই সবাই কাঁধে কাঁধ মিলিয়ে অংশগ্রহণ করে। বিশ্বে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ।

বুধবার (১৭ অক্টোবর) নগরের জেএমসেন হল পূজামণ্ডপসহ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে সুচিন্তা ফাউন্ডেশনের নেতারা এসব কথা বলেন।

নেতারা বলেন, ধর্ম যার যার, উৎসব সবার- এ মূলনীতি ধারণ করে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার ধর্মীয় অনুষ্ঠানগুলোকে সার্বজনীন করার উদ্যোগ নিয়েছে।

এ কারণে সব ধর্মের মানুষে এখানে মিলেমিশে বাস করছে।

এ সময় উপস্থিত ছিলেন, সুচিন্তা ফাউন্ডেশনের উপদেষ্টা স্থপতি আশিক ইমরান, চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরী, যুগ্ম সমন্বয়ক আবু হাসনাত চৌধুরী, কার্যকরী সদস্য দেবাশীস পাল দেবু এবং নগর পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট চন্দন তালুকদার।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।