ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাংলাদেশ সম্প্রীতির অপূর্ব নিদর্শন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
বাংলাদেশ সম্প্রীতির অপূর্ব নিদর্শন পূজামণ্ডপ পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলম

চট্টগ্রাম: ‘বাংলাদেশ একটি শান্তিপূর্ণ দেশ। এখানে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বাস করছে। বর্তমানে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অপূর্ব নিদর্শন। সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম নিশ্চিন্তে নিরাপদে পালন করছে।’  

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগরের ১০, ১১, ২৬ ও ২৫ নম্বর ওয়ার্ডের পূজামণ্ডপ পরিদর্শনকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলম এসব কথা বলেন।

তিনি সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় এ উৎবের সার্বিক বিষয়ে খোঁজ নেন ও তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন আকবর শাহ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান আলী, উত্তর কাট্টলী কেন্দ্রীয় কালী বাড়ি রক্ষা সেবা সংঘের সভাপতি বীরেন্দ্র লাল দে, উত্তর কাট্টলী পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক যামিনী দে, বৈকণ্ডধাম পূজা উদযাপন কমিটির সভাপতি তপন আচার্য্য, আকবর শাহ থানা পূজা উদযাপন কমিটির উপদেষ্টা চন্দন দত্ত, সভাপতি শিবু বিশ্বাস, হালিশহর থানা পূজা উদযাপন কমিটির সভাপতি লিটন দেবনাথ লিকন, সাধারণ সম্পাদক পলাশ বেদনাথ, পাহাড়তলী থানা পূজা উদযাপন কমিটির সভাপতি টিটু কান্তি নাথ, দুলাল দাশ ও ডা. সুমন তালুকদার, স্বপন কুমার দেবনাথ, ঝন্টু দাশ, টুটুল মহাজন, রবি শংকর প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
এআর/টিসি          

       

   

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।