ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘নির্বাচনে দেশবাসী অশুভ শাক্তিকে বয়কট করবে’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
‘নির্বাচনে দেশবাসী অশুভ শাক্তিকে বয়কট করবে’ বক্তব্য দেন নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ।

চট্টগ্রাম: আগামী নির্বাচনে দেশবাসী অশুভ শক্তিকে বয়কট করবে বলে মন্তব্য করেছেন নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ।

মঙ্গলবার (১৬ অক্টোবর) চট্টগ্রাম ১০ সংসদীয় আসনে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে পূজার্থী ও স্থানীয়দের উদ্দ্যেশে তিনি এসব কথা বলেন।

ফরিদ মাহমুদ বলেন, স্বাধীনতার পরাজিত শক্তি দীর্ঘদিন ধরে দেশে ধর্মভিত্তিক রাজনীতি করতে গিয়ে কুখ্যাত রাজাকার, আলবদর, আলসামস, যুদ্ধাপরাধীদের রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করে এমপি, মন্ত্রী বানিয়েছেন।

তারা দেশে বোমা হামলা, জঙ্গি হামলা, সন্ত্রাসবাদ, লুটপাট, অগ্নিসংযোগ, সংখ্যালঘুদের নির্যাতন করেছেন। ৭৫-এর ১৫ আগস্ট যারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল তাদের উত্তরসূরিরা ২০০৪ সালের ১৭ আগস্ট ৬৪টি জেলায় একযোগে বোমা হামলা এবং ২১শে আগস্ট শক্তিশালী গ্রেনেড ও বোমা হামলা করে জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছে।
তাদের স্বপ্ন ছিল বঙ্গবন্ধুর পরিবারকে নিঃস্ব করা, আওয়ামী লীগকে নেতৃত্ব শূণ্য করা। কিন্তু এ দেশের জনগণ তা হতে দেয়নি।

ফরিদ মাহমুদ টাইগার পাস রেলওয়ে কলোনি (বটতলা) মাতৃসমা সংঘ পূজামণ্ডপ, টাইগার পাস রেলওয়ে হাসপাতাল কলোনি পূজামণ্ডপ পরিষদ, উত্তর আগ্রাবাদ শান্তিবাগ পূজামণ্ডপ, হাজার দীঘির পাড় পূজামণ্ডপ, আকবর শাহ মাস্টার লাইন পূজামণ্ডপ, সবুজ বাগ আবাসিক এলাকায় পূজামণ্ডপ পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন আকবর শাহ থানার সাধারণ সম্পাদক দীপক দাশ, সাংগঠনিক সম্পাদক সুমন কান্তি নাথ, টাইগার পাস রেলওয়ে কলোনি বটতলা পূজামণ্ডপের সভাপতি অমেল চৌধুরী জনি, সাধারণ সম্পাদক দীপক দাশ, টাইগার পাস রেলওয়ে হাসপাতাল কলোনি পূজামণ্ডপের সভাপতি সুবল চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক প্রদীপ চন্দ্র দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক জীবন চন্দ্র দাশ, হাজার দীঘি জুয়েল ক্লাব পূজামণ্ডপের সভাপতি জোসেফ বৈদ্য মুন্না, সাধারণ সম্পাদক অভি বৈদ্য, আকবর শাহ মাস্টার লেইন শ্যামা পূজামণ্ডপের সভাপতি বাপ্পি দাশ, সাধারণ সম্পাদক সমর দাশ, করুণাময়ী কালি বাড়ি পূজামণ্ডপ সভাপতি দেবব্রত মজুমদার, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, রনি শীল, টিটন শীল, প্রিতম শীল, শ্রী শ্রী দুর্গা মন্দির পরিষদ পূজামণ্ডপ সভাপতি রুপন শীল, সহ সভাপতি সাজু দাশ, সাধারণ সম্পাদক প্রদীপ শীল।

ফরিদ মাহমুদের সঙ্গে বিভিন্ন পূজামণ্ডপে উপস্থিত ছিলেন নগর যুবলীগ সদস্য শেখ নাছির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু, যুবনেতা মোহাম্মদ সেলিম উদ্দিন, কামরুল ইসলাম, মুজিবুর রহমান মুজিব, জহির উদ্দিন সুমন, মঞ্জুরুল আলম রিমু, আনিসুর রহমান মামুন, শহিদুল্লাহ কায়সার, ছাত্রনেতা শহিদুল ইসলাম শহিদ, যুবনেতা ইয়াসিন ভূইয়া, মোহাম্মদ নুরুজ্জামান, মোহাম্মদ দিদারুল ইসলাম, শাহেদুল ইসলাম শাহেদ, মোহাম্মদ হাসান আলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
এসবি/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।