ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

প্রিমিয়ারে দক্ষতা উন্নয়ন নিয়ে কর্মশালা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
প্রিমিয়ারে দক্ষতা উন্নয়ন নিয়ে কর্মশালা কর্মশালা পরিচালনা করেন আয়মান সাদিক

চট্টগ্রাম: প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদে ‘স্কিল ডেভেলপমেন্ট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত এ কর্মশালা পরিচালনা করেন টেন মিনিট স্কুলের ফাউন্ডার ও চিফ এক্সিকিউটিভ অফিসার আয়মান সাদিক।

কর্মশালায় ব্যবসায় প্রশাসন অনুষদের মানবসম্পদ ব্যবস্থাপনা, মার্কেটিং, ফিন্যান্স, ব্যবস্থাপনা এবং অ্যাকাউন্টিং- এ ৫টি বিষয়ের ৮ম সেমিস্টারের শিক্ষার্থীদের জব ইন্টারভিউ, প্রেজেন্টেশন স্কিল, সিভি রাইটিং ও ইন্টার পার্সোনাল স্কিল বিষয়ে প্রশিক্ষণ দেন আয়মান সাদিক।

শিক্ষার্থীদের নিয়ে এমন একটি আয়োজনের জন্য প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেনকে ধন্যবাদও জানান তিনি।

কর্মশালায় ব্যবসায় প্রশাসন অনুষদের সহকারী ডিন মঈনুল হক, শিক্ষক আফসানা ইয়াসমিন, জুলিয়া পারভিন, স্টিভ অস্কার ডি রোজারি প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৮
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।