ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ বাংলাদেশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৮
সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ বাংলাদেশ সেবক কলোনি উদয় যুব সংঘ আয়োজিত শারদীয়া দুর্গাপূজার উদ্বোধনী অনুষ্ঠান

চট্টগ্রাম: বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির বিশ্ব উদাহরণ বলে মন্তব্য করেছেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।

সোমবার (১৫ অক্টোবর) মহাষর দিন নগরের পূর্ব মাদারবাড়ি সেবক কলোনি উদয় যুব সংঘ আয়োজিত শারদীয়া দুর্গাপূজার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

খোরশেদ আলম সুজন বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক দল।

আওয়ামী লীগ সবসময়ই অসাম্প্রদায়িকতাকে লালন পালন করে আসছে জন্মলগ্ন থেকেই। যার ফলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সকল ধর্মাবলম্বীরা নিশ্চিন্তে নিরাপদে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে থাকে।
তার বিপরীতে বিএনপি জামাত জোট ক্ষমতায় থাকলে দেশে উগ্র সাম্প্রদায়িক শক্তির উত্থান সৃষ্টি হয়। উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী যখনই ক্ষমতায় আসে তখনই দেশে সাম্প্রদায়িক সংঘাত, দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি হয়। ধর্মীয় সংখ্যালঘুদের বাড়ি ঘরে ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়। ঘরের মা-বোনদের সম্ভ্রমহানি করা হয়। তারা ধর্মীয় আচার অনুষ্ঠান পালনেও প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

উগ্র সাম্প্রদায়িক শক্তি যাতে আগামী নির্বাচনে কোনভাবেই মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।

সেবক কলোনি উদয় যুব সংঘ পূজা উদযাপন পরিষদের সভাপতি কার্তিক দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন কাউন্সিলর নীলু নাগ।

বিশেষ অতিথি ছিলেন পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর জহির আহমদ চৌধুরী, সাবেক কেন্দ্রীয় আওয়ামী লীগের সহ-সম্পাদক শওকত হোসাইন, ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক জি এস সাজ্জাদ হোসাইন, নগর সৈনিক লীগের সদস্য সচিব সজিব তালুকদার।

এসময় বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা তোফায়েল আহমেদ রয়েল, পূজা উদযাপন পরিষদের নেতা শ্যামল দাশগুপ্ত, সরকারি সিটি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের ভিপি রাজীব হাসান রাজন, সদরঘাট থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজীব নন্দী, সহ-সভাপতি পংকজ দে, সাধারণ সম্পাদক বাপ্পী দাশ, জগদীশ দাশ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৮
এসবি/টিসি

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।