ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জারের পানিতেও ভেজাল!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৮
জারের পানিতেও ভেজাল!

চট্টগ্রাম: জারে ভরে ভেজাল পানি বিক্রির দায়ে দুই কারখানাকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৫ অক্টোবর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন নগরের সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

আরও খবর>>
** 
পানির জারের মুখে থাকবে ‘সিল ক্যাপ’

ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন বাংলানিউজকে জানান, ওই দু’টি কারখানা নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে পরিশোধন ছাড়াই জারে ভরে ভেজাল পানি বাজারজাত করছিল।

তাদের বিএসটিআই কর্তৃপক্ষের অনুমোদনও নেই। এসব অপরাধের দায়ে কারখানা দু’টিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নগরবাসীর জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের নির্দেশে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৮
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।