ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কর্মনিষ্ঠার পুরস্কার পেল পাহাড়তলী পুলিশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৮
কর্মনিষ্ঠার পুরস্কার পেল পাহাড়তলী পুলিশ পুরস্কার তুলে দেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান।

চট্টগ্রাম: পাহাড়তলী এলাকায় ছুরিকাঘাতে বিশু কুমার ধর হত্যার ঘটনায় অল্প সময়ের মধ্যে হত্যার রহস্য উদঘাটন করার পুরস্কার পেয়েছে পাহাড়তলী থানা পুলিশ।

রোববার (১৪ অক্টোবর) পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশের হাতে এ পুরস্কার তুলে দেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে পাহাড়তলী থানার সাগরিকা শিববাড়ি মোড়ে ছুরিকাঘাতে খুন হন বিশু কুমার ধর।

পরদিন বিশু কুমার ধর হত্যার রহস্য উদঘাটন করে এ ঘটনায় জড়িত একমাত্র আসামি শিমুল ধর প্রকাশ বাবুকে গ্রেফতার করেন পাহাড়তলী থানার উপ-পরিদর্শক অর্ণব বড়ুয়া।

শিমুল ধরের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, রক্তমাখা পোশাক উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি পুলিশকে স্বীকার করে শিমুল ধর। পূজা কমিটি গঠনকে কেন্দ্র করে বিরোধের জেরে শিমুল ধর এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটায় বলে জানায় পুলিশ।

পুরস্কার প্রদানের সময় সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম, উপ-কমিশনার (পশ্চিম) ফারুক উল হক, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার পংকজ বড়ুয়া, মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক অর্ণব বড়ুয়াসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৮
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।