ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৮
শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান বারোয়ারী সমিতি সার্বজনীন পূজা উদযাপন পরিষদের ১২৫ বছরপূর্তি অনুষ্ঠান

চট্টগ্রাম: হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান ভেদাভেদ না করে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সামনের দিনগুলোতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন সীতাকুণ্ডের সংসদ সদস্য দিদারুল আলম।

রোববার (১৩ অক্টোবর) সীতাকুণ্ড পৌরসভার চন্দ্রনাথধামের প্রেমতলার ঐতিহ্যবাহি বারোয়ারী সমিতি সার্বজনীন পূজা উদযাপন পরিষদের ১২৫ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য দিদারুল আলম বলেন, ধর্ম যার যার উৎসব সবার।

বিগত দিনে হিন্দু ধর্মালম্বীদের সুখে-দুঃখে কাছে ছিলাম। আগামীতেও মন্দিরের উন্নয়নে এবং সকলের সুখে-দুঃখে সকলের পাশে থাকবো।
 

রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের অধ্যক্ষ স্বামী শক্তিনাথানন্দজী মহারাজের উদ্বোধনে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সীতাকু- সংঙ্করমঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ।

মূখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম সরকারি সিটি কলেজ সাবেক অধ্যক্ষ হরিশংকর জলদাস।

প্রেমতলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবুল শর্মার সভাপত্বিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বিতরণ বোর্ড দক্ষিনাঞ্চলের প্রধান প্রকৌশলী প্রবীর কুমার সেন ও পূজা উদযাপন পরিষদের সীতাকুণ্ড শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার বণিক।

দীপঙ্কর চক্রবর্তীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কালীপদ ভট্টাচার্য, পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌতম অধিকারী, সিনিয়র সহ-সভাপতি অমর কুমার শীল, আওয়ামী লীগ নেতা হারুন রশিদ ভূঁইয়া প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।