ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আ’লা হযরত কনফারেন্স সোমবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৮
আ’লা হযরত কনফারেন্স সোমবার সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সুফি মোহম্মদ মিজানুর রহমান।

চট্টগ্রাম: হিজরি চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ আ’লা হযরত ইমাম আহমদ রেযা (র.)’র ওফাত শতবার্ষিকী উদযাপনে আ’লা হযরত কনফারেন্স সোমবার (১৫ অক্টোবর) বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।

নগরের জিইসি কনভেনশন হলে আ’লা হযরত ফাউন্ডেশন বাংলাদেশের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে থাকবেন সিরিকোট শরীফ থেকে আগত রাহনুমায়ে শরীয়ত ও তরীকত, হযরতুল আল্লামা পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ মুদ্দাযিল্লুহুল আলী।

প্রধান আলোচক থাকবেন আল্লামা সৈয়্যদ মুহাম্মদ আহমদ শাহ্ মুদ্দাযিল্লুহুল আলী।

আ’লা হযরত (র.)’র ওফাত শতবার্ষিকী উদযাপন পরিষদ ও পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান, খ্যাতিমান সূফীতাত্বিক গবেষক সুফি মুহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে কনফারেন্সে বিশেষ অতিথি থাকবেন মিশর আল-আযহার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আল্লামা ড. শায়খ আহমদ নায়না আল আযহারী, ভারতের কাচওয়াসা শরিফের আল্লামা হাফিজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ নুরানী মিয়া আল আশরাফী আল জিলানী, বেরেলী শরীফ ভারতেরর শায়খুল হাদিস আল্লামা মুহাম্মদ রাহাত খান কাদেরী।

এদিকে, আ’লা হযরত কনফারেন্স উপলক্ষে নগরের চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে কমিটির প্রধান উপদেষ্টা ও পিএইচপি পরিবারের চেয়ারম্যান সুফি মোহম্মদ মিজানুর রহমান বলেছেন, জ্ঞান-বিজ্ঞানের প্রতিটি শাখায় ৭৪টিরও অধিক বিষয়ে হাজারেরও বেশি গ্রন্থ রচনা করে আ’লা হযরত দুনিয়ার মানুষকে ঋণী করে গেছেন। মুসলিম ঐক্যের প্রতীক হিসেবে আ’লা হযরত ইমাম আহমদ রেযা (র.)’র জীবন দর্শনের ব্যাপক চর্চা ও গবেষণা বিশ্ববাসীর সংকট মুক্তির পাথেয়। মুসলিম উম্মাহ ঈমান-আক্বিদা সংরক্ষণ, ইসলাম বিদ্বেষী, বিকৃতকারী ও কোরআন সুন্নাহর অপব্যাখাকারী-জঙ্গিবাদী বাতিল সম্প্রদায়ের স্বরূপ উন্মোচনে তাঁর ক্ষুরধার লিখনী দেশবাসীর সামনে তুলে ধরা আজ সময়ের দাবি।

সুফি মিজান আরও বলেন, আগামী ২৫ সফর ১৪৪০ হিজরীতে আ’লা হযরতের ১০০ তম ওফাতবার্ষিকী। ভারত-পাকিস্তানের বিভিন্ন রাজ্যসহ আফগানিস্তান, শ্রীলঙ্কা, মিশর, তুরস্ক, ইউরোপ, অস্ট্রেলিয়া, আফ্রিকা, আমেরিকা, ইংল্যান্ড, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ সমূহে বর্ণাঢ্য আয়োজনে ১ সফর থেকে এ মহামনীষির ওফাত শতবার্ষিকী উদযাপন শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলাগুলোতেও পুরো মাসব্যাপী ওফাত বার্ষিকীর কর্মসূচি পালিত হবে।

আ’লা হযরত ফাউন্ডেশনের সভাপতি মাওলানা বদিউল আলম রিজভীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আঞ্জুমান রিচার্স সেন্টারের মহাপরিচালক ও কোরআন গবেষক আল্লামা এম এ মান্নান।

এসময় আরও উপস্থিত ছিলেন আহমদিয়া করিমিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা সৈয়্যদ মুহাম্মদ খোরশিদ আলম, আল আমিন বারিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইসমাইল নোমানী, অধ্যক্ষ আবু তালেব বেলাল, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবু নাসের মুহাম্মদ তৈয়্যব আলী, মোহম্মদ দিলশাদ আহমদ, মুহাম্মদ এরশাদ খতিবী, মাওলানা শেখ আরিফুর রহমান, মুহাম্মদ এনামুল হক সিদ্দিকী, মাওলানা জহির উদ্দিন তুহিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।