ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হানিফ পরিবহনের কাউন্টার ভাঙচুর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৬ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৮
হানিফ পরিবহনের কাউন্টার ভাঙচুর হানিফ পরিবহনের কাউন্টার ভাঙচুর। ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: নগরের দামপাড়া এলাকায় হানিফ পরিবহনের কাউন্টার ভাঙচুর করেছে একদল যুবক। শনিবার (১৩ অক্টোবর) বিকেলে দামপাড়া গরীবউল্লাহ শাহ মাজার এলাকায় এ ঘটনা ঘটে।

হানিফ পরিবহনের মালিক মো. হানিফ ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় জড়িত ছিলেন। গত ১০ অক্টোবর এ মামলার রায়ে মো. হানিফকে ফাঁসির আদেশ দেন আদালত।

স্থানীয় সূত্র জানায়, বিকেল সাড়ে ৩টার দিকে হানিফ পরিবহনের মালিক মো. হানিফের নাম ধরে স্লোগান দিয়ে অতি দ্রুত তার ফাঁসি কার্যকরের দাবি জানাতে থাকেন একদল যুবক। মিছিল নিয়ে তারা হানিফ পরিবহনের কাউন্টারের সামনে এসে বিক্ষোভ করেন।

একপর্যায়ে তারা সেখানে ভাঙচুর চালান।  
হানিফ পরিবহনের মালিক মো. হানিফ ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় জড়িত ছিলেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (বায়জীদ জোন) সোহেল রানা বাংলানিউজকে বলেন, কিছু যুবক বিকেল সাড়ে ৩টার দিকে হানিফ পরিবহনের কাউন্টারের সামনে মো. হানিফের ফাঁসি কার্যকরের দাবিতে বিক্ষোভ করেন। পরে কাউন্টারে ভাঙচুর চালানো হয়।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।