ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পূজা পরিষদের শারদীয় বস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৪ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
পূজা পরিষদের শারদীয় বস্ত্র বিতরণ বক্তব্য দেন অ্যাডভোকেট রানা দাশগুপ্ত

চট্টগ্রাম: দুস্থদের মধ্যে শারদীয় বস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।

শনিবার (১৩ অক্টোবর) দুপুরে নগরের মোমিন রোডের মৈত্রী ভবনে বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন মিলনায়তনে এসব বস্ত্র বিতরণ করা হয়।

চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল কুমার পালিতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটির ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত।

অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে সাম্প্রদায়িক অপশক্তি সংখ্যালঘু জনগণের উপর সাম্প্রদায়িক নিপীড়ন-নির্যাতন বা উস্কানিমূলক ঘটনার ষড়যন্ত্র করতে পারে। অশুভ সাম্প্রদায়িক শক্তির অপতৎপরতা প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সুগ্রীব মজুমদার দোলনের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন এস এন্ড ডি মজুমদার ফাউন্ডেশনের চেয়ারম্যান দীলিপ কুমার মজুমদার। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক নারায়ন চৌধুরী, অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, নিরুপম দাশগুপ্ত, কাউন্সিলর নিলু নাগ। স্বাগত বক্তব্য দেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অসীম কুমার দেব।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।