ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সাম্প্রদায়িক শক্তির গুজবের ব্যাপারে সতর্ক থাকতে হবে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
সাম্প্রদায়িক শক্তির গুজবের ব্যাপারে সতর্ক থাকতে হবে দুর্গাপূজার উপহার সামগ্রী বিতরণ করেন অতিথিরা

চট্টগ্রাম: দুর্গোৎসবকে ঘিরে সাম্প্রদায়িক শক্তি যাতে কোনো ধরনের গুজব রটাতে না পারে সে ব্যাপারে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন নগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন।   

চট্টগ্রাম-১০ আসনের আওতাধীন থানা ও পূজা কমিটির সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

শুক্রবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় ডায়মন্ড কমিউনিটি সেন্টারের অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ পাঁচলাইশ থানার সভাপতি বাবুল দত্ত।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সুনীল সরকার, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক লায়ন মোহাম্মদ হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, সহ-দপ্তর সম্পাদক জহরলাল হাজারী।

প্রধান বক্তা ছিলেন নগর যুবলীগের আহ্বায়ক মো. মহিউদ্দিন বাচ্চু।

অতিথি ছিলেন খুলশী থানা আওয়ামী লীগের আহ্বায়ক কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরণ, নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা, উত্তর আগ্রাবাদ ওয়ার্ড কাউন্সিলর নাজমুল হক ডিউক, শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মো. মোরশেদ আলম, নগর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কাউন্সিলর নিলু নাগ, কাউন্সিলর ফারহানা জাবেদ, হালিশহর থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম কায়সার, চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান স্বপন, লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিদ্দিক আহমেদ, রামপুর ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক আবুল কাশেম, উত্তর আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ জকরিয়া, পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কায়সার মালিক, রামপুর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক দিলদার খান দিলু ও রামপুর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মিসেস জেনিফার।

মহিউদ্দিন বাচ্চু বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়াতে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। যেহেতু এবারের দুর্গোৎসব আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে সেহেতু অশুভ শক্তিগুলো পূজাকে ঘিরে যাতে কোনো নাশকতা চালাতে না পারে সেজন্য যুবলীগের নেতাকর্মীরা সজাগ থাকবে। বাংলাদেশ আজ বিশ্বের উন্নত মডেল রাষ্ট্র হিসেবে পরিণত হচ্ছে। অর্থনৈতিক অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার নেতৃত্বে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।

সভাশেষে মহিউদ্দিন বাচ্চুর পক্ষ থেকে হালিশহর, ডবলমুরিং, খুলশী, পাহাড়তলী, পাঁচলাইশ থানার আওতাধীন সব পূজা মণ্ডপের জন্য শারদীয় শুভেচ্ছা স্বরূপ বস্ত্র বিতরণ ও প্রীতিভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন পূজা মণ্ডপের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. সাধন চন্দ্র নাথ, ডা. দীপক চৌধুরী, তমাল শর্মা, ননী গোপাল নাথ, প্রদীপ কান্তি নাথ, প্রিয়লাল গোস্বামী, কৃষ্ণ কান্তি ধর, পাঁচলাইশ থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি রুবেল সিং, সাধারণ সম্পাদক সুভাষ চৌধুরী, খুলশী থানা সভাপতি সুমন দাশ, সাধারণ সম্পাদক প্রদীপ চন্দ্র দাশ, ডবলমুরিং থানা সভাপতি ডা. দীপক চৌধুরী, হালিশহর থানার সহ-সভাপতি খোকন দেবনাথ, ধীমান সেন, ডা. রতন দেবনাথ, কাজল দে, রুবেল শীল, কার্তিক রঞ্জন শীল, দুলাল কান্তি দাশ, নান্টু চৌধুরী, রাজু দাশ, মিনা দাশগুপ্তা, অনিল ঘোষ, রাজু দাশ, সাধন চন্দ্র দাশ, অমল চৌধুরী জনি, সুমন দেবনাথ, লিটন দাশ, লিপু মজুমদার, সঞ্জীব দাশ ভট্টু, সুবল দে, বিকাশ শীল, মৃদুল দে, তপু চক্রবর্তী, নয়ন দে, স্বপন নাথ, তাজল দে, জোসেফ বৈদ্য মুন্না, বিপু শীল, প্রদীপ কুমার সুশীল, মিঠুন নাথ, সুজন দাশ, রাহুল মজুমদার, নয়ন দাশ, বিধান, জুয়েল নাথ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৮
এআর/টিসি          

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।