ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মাইজভাণ্ডারী শাহ এমদাদিয়ার ত্রিবার্ষিক কাউন্সিল 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
মাইজভাণ্ডারী শাহ এমদাদিয়ার ত্রিবার্ষিক কাউন্সিল  আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউসে মাইজভাণ্ডারীর (শাহ এমদাদিয়া) ত্রিবার্ষিক কাউন্সিল

চট্টগ্রাম: আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউসে মাইজভাণ্ডারীর (শাহ এমদাদিয়া) ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ অক্টোবর) সকাল ১০টায় মাইজভাণ্ডার দরবার শরিফে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।

সকালে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উড়িয়ে কাউন্সিলের উদ্বোধন করেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউসে মাইজভাণ্ডারী (শাহ এমদাদিয়া) কেন্দ্রীয় সভাপতি সাজ্জাদানশীনে দরবারে গাউসুল আজম হজরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)।

পরে সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারীর (ম.) সভাপতিত্বে ও কেন্দ্রীয় সচিব শেখ মুহাম্মদ আলমগীরের পরিচালনায় কাউন্সিল অধিবেশন শুরু হয়।

এতে সংগঠনের সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদিয়া) কেন্দ্রীয় কার্যকরী সংসদের সহ-সভাপতি নায়েব সাজ্জাদানশীন সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী।

তিনি বলেন, তরিকতপন্থিরা শান্তিপ্রিয় মানুষ।

তারা কখনও সংঘাতে লিপ্ত হয় না। আপনারা সমাজে শান্তি বজায় রাখার লক্ষ্যে কাজ করবেন। জীবনে রাসূলের আদর্শ অনুসরণ করবেন। আমরা যদি রাসূলের আদর্শ মেনে কাজ করি তাহলে সমাজে পরিবর্তন আসবে, শৃঙ্খলা আসবে।

কাউন্সিলে কেন্দ্রীয়, সব জেলা, মহানগর, উপজেলা, থানা কার্যকরী সংসদের কর্মকর্তা, শাখা দায়রা কার্যকরী সংসদ ও খেদমত কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক, মাইজভাণ্ডারী ফাউন্ডেশন, মাইজভাণ্ডারী শাহ এমদাদিয়া ব্লাড ডোনার্স গ্রুপ, গাউসিয়া আহমদিয়া এমদাদিয়া ওলামা কমিটি, মাইজভাণ্ডারী শাহ এমদাদিয়া সাহিত্য ও সাংস্কৃতিক কমিটি, মাইজভাণ্ডারী শাহ এমদাদিয়া প্রচার কমিটি, গাউসুল আজম মাইজভাণ্ডারী রিসার্স ইনস্টিটিউটের প্রায় ২ হাজার কাউন্সিলর-ডেলিগেট উপস্থিত ছিলেন।

কাউন্সিলে ২০১৮-২১ সালের জন্য কেন্দ্রীয় কার্যকরী সংসদে নির্বাচিতরা হলেন- সভাপতি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী, সহ-সভাপতি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী, সচিব শেখ মুহাম্মদ আলমগীর, যুগ্ম-সচিব অধ্যাপক মেজবাউল আলম ভুঁইয়া শৈবাল, দারুত তায়ালিম প্রধান শিক্ষক মাওলানা জয়নাল আবেদীন ছিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবুল, জনসংযোগ ও প্রচার সম্পাদক মোশাররফ হোসাইন, সমাজকল্যাণ সম্পাদক মহিউদ্দিন এনায়েত, আইনবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সেলিম আহমদ খান।

কাউন্সিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করেন হজরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৮
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।