ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কচিকণ্ঠের আবৃত্তিতে মুগ্ধ শ্রোতারা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৮
কচিকণ্ঠের আবৃত্তিতে মুগ্ধ শ্রোতারা কচিকন্ঠের আবৃত্তিতে মুগ্ধ শ্রোতারা

চট্টগ্রাম: কখনো লোকজ জনপ্রিয় ছড়া, কখনো স্বদেশ প্রেম আর মনুষ্যত্বের জয়গান নিয়ে লেখা কবিতা আবৃত্তি। মিলনায়তনপূর্ণ শ্রোতারা মুগ্ধ হয়ে শিশুদের কন্ঠে শুনছিলেন এমন সব ছড়া-কবিতার একক ও দলীয় আবৃত্তির চমৎকার সব পরিবেশনা।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) বাচিক শিল্প চর্চা কেন্দ্র ‘তারুণ্যের উচ্ছ্বাস’ এর আয়োজনে ছোটদের নিয়ে এমনই এক আবৃত্তি অনুষ্ঠান হয়ে গেল চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে।

শিশু-কিশোরদের নিয়ে ‘মেঘের কোলে রোদ হেসেছে’ শিরোনামের ভিন্নধর্মী এ আবৃত্তি অনুষ্ঠানে তারুণ্যের উচ্ছ্বাসের অর্ধশতাধিক শিশুশিল্পী অংশ নেয়।

সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠান শুরু হয় শ্রাবণী দাশগুপ্তার নির্দেশনায় শিশুদের কন্ঠে যতীন্দ্রমোহন বাগচীর ‘কাজলা দিদি’ কবিতাটির দলীয় পরিবেশনার মধ্য দিয়ে।

এরপরপরই অনুষ্ঠানের উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি ও রূপালী ব্যাংক লিমিটেডের পরিচালক আবু সুফিয়ান।

অনুষ্ঠান উদ্বোধন করেন দেশের জনপ্রিয় আবৃত্তিশিল্পী মাহিদুল ইসলাম। তারুণ্যের উচ্ছ্বাস উপদেষ্টা শিশুসাহিত্যিক রাশেদ রউফের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক মাছুম আহমেদ। আবৃত্তিশিল্পী মৌ দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তারুণ্যের উচ্ছ্বাস সাধারণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম।

একক আবৃত্তির ফাঁকে ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’, রাশেদ রউফের ‘বাংলাদেশের খোকা’ এবং লোকজ বিভিন্ন ছড়ার সমবেত পরিবেশনা।

একক পরিবেশনায় শিল্পীরা সুকুমার রায়ের ‘জীবনের হিসাব’, ‘সৎপাত্র’, কাজী নজরুল ইসলামের ‘লিচুচোর’, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘মাঝি’, নির্মলেন্দু গুণের ‘শিশুপণ্ডিত’সহ নানা কবিতা আবৃত্তি করেন।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জুন ১১, ২০১৮
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।