ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পিএইচপির মোটর ফেস্ট কার্নিভাল শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪২ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৮
পিএইচপির মোটর ফেস্ট কার্নিভাল শুরু কার্নিভালের উদ্বোধন করেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মিজানুর রহমান

চট্টগ্রাম: বন্দরনগরী চট্টগ্রামে তিনদিন ব্যাপী পিএইচপি মোটর ফেস্ট কার্নিভাল শুরু হয়েছে। 

বৃহস্পতিবার (১১ অক্টোবর) নগরের জিইসি কনভেনশন সেন্টারে এই কার্নিভালের উদ্বোধন করেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মিজানুর রহমান।

পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মিজানুর রহমান ও পিএচপি অটোমোবাইলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আখতার পারভেজসুফি মিজানুর রহমান বলেন, বাংলাদেশের উন্নয়নের সঙ্গে সামঞ্জস্য রেখে মোটর গাড়ি সূলভ মূল্যে দেওয়ার ব্যবস্থা করেছে পিএইচপি ফ্যামিলি।

এর ফলে মানুষের জীবন যাত্রার মান উন্নত হবে।

তিনি বলেন, এ মোটর ফেস্টিভালের মাধ্যমে চট্টগ্রামবাসী তাদের পছন্দের গাড়ি সম্পর্কে জানতে পারবে।

বিশেষ অতিথি ছিলেন পিএচপি অটোমোবাইলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আখতার পারভেজ। অতিথি ছিলেন পাঠাও চট্টগ্রামের রিজিওনাল হেড ইশফাক চৌধুরী, মার্কেটিং ম্যানেজার নুসরাত জেরিন, পাঠাও রাইডার একুইজিশনের পরিচালক রিয়াজ উদ্দিন আহামেদ। কার্নিভালের শুরুতে কেক কেটে পাঠাও চট্টগ্রামে এক বছরপূর্তি উদযাপন করা হয়।

তিন দিনের মোটর ফেস্ট কার্নিভালে পিএইচপির জনপ্রিয় প্রোটন কার, পিএইচপি মোটরসাইকেল, বাজাজ মোটর সাইকেল, টাটা নিটল মোটরস, রোড মাস্টার, এপ্রিলাসহ বিভিন্ন মোটরসাইকেল ব্র্যান্ড অংশ নিয়েছে।

এছাড়া তিন দিনই কনসার্টে পারফর্ম করবে দেশের জনপ্রিয় ব্যান্ডদল।  

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।