ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মাদকের ‘আখড়ায়’ ম্যাজিস্ট্রেটের হানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৮
মাদকের ‘আখড়ায়’ ম্যাজিস্ট্রেটের হানা বরিশাল কলোনিতে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত

চট্টগ্রাম: মাদকের ‘আখড়া’ হিসেবে পরিচিত বরিশাল কলোনিতে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা।

উজালা রানী চাকমা বাংলানিউজকে বলেন, বরিশাল কলোনির পাশাপাশি নগরের স্ক্রাফ কলোনি এবং লালদীঘি এলাকায় মাদকসেবীদের ধরতে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মাদক সেবন করার দায়ে ১৫ জনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-১৯৯০ এর ২৬ ধারা অনুযায়ী ৮ জনকে অর্থদণ্ড এবং ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, চট্টগ্রাম মেট্রো অঞ্চলের উপ-পরিচালক শামীম আহমেদসহ অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

তাদের সহায়তা করেন আনসার-৩০ ব্যাটালিয়নের সদস্যরা।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।