ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নতুন ভবন পাচ্ছে সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
নতুন ভবন পাচ্ছে সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয় নতুন অ্যাকাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন সংসদ সদস্য দিদারুল আলম

চট্টগ্রাম: সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে একটি চারতলা নতুন অ্যাকাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সংসদ সদস্য দিদারুল আলম।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকালে স্কুল প্রাঙ্গণে ভবনটির নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

এ সময় সংসদ সদস্য দিদারুল আলম বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষার মানোন্নয়নে দেশব্যাপী নানা উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করছেন।

এরই অংশ হিসেবে সীতাকুণ্ডের স্কুল-কলেজগুলোতে নতুন নতুন ভবন, ডিজিটাল টিচিং অ্যাইড দেওয়া হচ্ছে। আগামীতেও এ ধারা অব্যাহত রাখতে এ সরকারকে ক্ষমতায় আনতে হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দিদারুল আলম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়, সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান, পৌর মেয়র বদিউল আলম, সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ জরিনা আখতার, মুরাদপুর ইউনিয়ন চেয়ারম্যান জাহেদ হোসেন নিজামী, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মামুন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad