ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ভ্যানগার্ড পোশাক কারখানাকে জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
ভ্যানগার্ড পোশাক কারখানাকে জরিমানা

চট্টগ্রাম: পরিবেশ দূষণের দায়ে নগরের আগ্রাবাদ এলাকার ভ্যানগার্ড গার্মেন্টস লিমিটেড কর্তৃপক্ষকে ৩ লাখ ৩৬ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) দুপুরে শুনানি শেষে এ জরিমানা করেন পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের পরিচালক মো. আজাদুর রহমান মল্লিক।

তিনি বাংলানিউজকে বলেন, আগ্রাবাদের ভ্যানগার্ড গার্মেন্টস লিমিটেডের ওয়াশিং কারখানায় ইটিপি থাকলেও তা ত্রুটিপূর্ণ ছিল এবং সেখান থেকে পরিশোধিত তরল বর্জ্য বের হয়ে পরিবেশ দূষণ করছিল।

গত ০৪ অক্টোবর প্রতিষ্ঠানটি পরিদর্শন করে এসব ত্রুটিপূর্ণ বিষয় ধরা পড়ে। কর্তৃপক্ষকে বৃহস্পতিবার শুনানিতে হাজির হতে বলা হয়েছিল।

আজাদুর রহমান মল্লিক বলেন, কারখানার সব টেস্ট রিপোর্ট ২০১৪ সাল থেকে মানমাত্রা বহির্ভূত ছিল। তাদের সতর্ক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
এসকে/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।