ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘আমরা কলঙ্কমুক্ত হতে পেরেছি’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
‘আমরা কলঙ্কমুক্ত হতে পেরেছি’ জামালখান, আন্দরকিল্লা , বক্সিরহাট ও দেওয়ান বাজার ওয়ার্ডের যৌথ আয়োজনে সমাবেশে বক্তব্য দেন আ জ ম নাছির উদ্দিন

চট্টগ্রাম: বিচার বিভাগের প্রতি জনগণের পূর্ণ আস্থা রয়েছে জানিয়ে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, ২১ আগস্টের বর্বরোচিত এ হামলা-মামলার রায়ের মাধ্যমে আমরা আজ কলঙ্কমুক্ত হতে পেরেছি। আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে আইনের প্রতি জনগণের আস্থাশীলতা মজবুত হয়েছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) নগরের জামালখান, আন্দরকিল্লা , বক্সিরহাট ও দেওয়ান বাজার ওয়ার্ডের যৌথ আয়োজনে গণ অবস্থান কর্মসূচি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

২১ আগষ্টের গ্রেনেড হামলার রায় পরবর্তী সময়ে বিএনপি জামায়াতসহ দেশবিরোধীদের নৈরাজ্য ও সন্ত্রাস প্রতিরোধে আন্দরকিল্লা চত্বরে সমাবেশে আ জ ম নাছির উদ্দিন বলেন, দীর্ঘ ১৪ বছর পর জনগণের কাঙ্ক্ষিত রায় ঘোষণা হয়েছে।

এই বিজয় জনতার। বিএনপি ও রাষ্ট্রদ্রোহীরা আওয়ামী লীগের মেধাবী নেতৃত্ব শূন্য করার চক্রান্ত করেছিল।
বিচারের নামে বিচারের প্রত্যাশা গুমরে মেরেছে আজ তারা সঠিক ঠিকানা পেয়েছে।

নগরের জামাল খান ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেম বাবুলের সভাপতিত্বে এবং দেওয়ান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তৈয়ব সিদ্দিকী ও জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোরশেদুল আলমের যৌথ সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মানস রক্ষিত, শেখ শহীদুল ইসলাম, আব্দুল লতিফ টিপু, আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হাসান, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, মহিলা কাউন্সিলার আঞ্জুমান আরা বেগম, ফয়েজুল্লাহ বাহাদুর, চিত্ত সরকার, মো. সৈয়দুল আলম, মো. জাহাঙ্গীর আলম, বাবু মৃদুল দাশ, বাবুল দেব রায়, রঞ্জন রশ্মি বড়ুয়া, অধ্যাপক শফিউল বশর, মো. আব্দুস সবুর, মো. ইসমাইল, মো. আহসান উল্লাহ, কাঞ্চন চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।