ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম আইন কলেজে ছাত্র ধর্মঘটের ডাক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
চট্টগ্রাম আইন কলেজে ছাত্র ধর্মঘটের ডাক চট্টগ্রাম আইন কলেজে ছাত্র সংসদ নেতাদের অবস্থান। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: বাড়তি ভর্তি ফি আদায়ের প্রতিবাদে চট্টগ্রাম আইন কলেজে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে কলেজ ছাত্র সংসদ। ভর্তি ফি না কমানো পর্যন্ত সব ধরনের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণাও দিয়েছেন ছাত্র সংসদের নেতারা।

মঙ্গলবার (০৯ অক্টোবর) বিকেলের দিকে এ ধর্মঘটের ডাক দেন কলেজ ছাত্র সংসদের ভিপি শামীম চৌধুরী।

তিনি বাংলানিউজকে জানান, গেলো বছর দ্বিতীয় বর্ষের ভর্তি ফি সাড়ে ৬ হাজার টাকা নেওয়া হলেও এ বছর সাড়ে ১০ হাজার টাকা দাবি করা হচ্ছে।

এটি রীতিমতো নিয়ম লঙ্ঘন।

তিনি বলেন, আমরা এর প্রতিবাদে অধ্যক্ষ স্যারের সঙ্গে যোগাযোগ করলেও তিনি ভর্তি ফি কমাতে কোনো ধরনের ব্যবস্থা নেননি।

তাই সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আমরা আন্দোলনে যেতে বাধ্য হয়েছে। ভর্তি ফি না কমানো পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৮
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।