[x]
[x]
ঢাকা, শনিবার, ৫ কার্তিক ১৪২৫, ২০ অক্টোবর ২০১৮
bangla news

মানুষের ভাগ্য ফেরাতে কাজ করছে লায়ন্স ক্লাব

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-১০-০৯ ৫:০৩:১৬ পিএম
বিশ্ব লায়ন্স সেবা দিবস রিকশা ভ্যান বিতরণ করা হয়

বিশ্ব লায়ন্স সেবা দিবস রিকশা ভ্যান বিতরণ করা হয়

চট্টগ্রাম: সমাজের কম সৌভাগ্যবান মানুষের ভাগ্য ফেরাতে লায়ন্স ক্লাব নিরলস কাজ করছে উল্লেখ করে লায়ন গভর্নর নাসির উদ্দীন চৌধুরী বলেছেন, এ ধারা অব্যাহত থাকলে একদিন পৃথিবীর সব মানুষের মুখে হাসি ফুটবে।

বিশ্ব লায়ন্স সেবা দিবস উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং মেট্রোপলিটনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

১৯১৭ সাল থেকে প্রতিবছর ৮ অক্টোবর বিশ্ব লায়ন্স সেবা দিবস পালিত হচ্ছে। এবার লায়ন্স ক্লাব চিটাগাং মেট্রোপলিটনের পক্ষ থেকে গরিব মানুষদের আত্ম কর্মসংস্থান সৃষ্টি ও স্বাবলম্বী করার কর্মসূচির অংশ হিসেবে একটি রিকশাভ্যান দেওয়া হয়। ভ্যান হিসেবে ব্যবহারের পাশাপাশি সবজি ফেরির কাজেও এটি লাগানো যাবে।

সোমবার (৮ অক্টোবর) রাতে রিকশা ভ্যান প্রদান উপলক্ষে এক সভা নগরের জাকির হোসেন সড়কের চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন প্রাঙ্গণে ক্লাব প্রেসিডেন্ট লায়ন সাংবাদিক হাসান আকবরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা গভর্নর নাসির উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন কামরুন মালেক, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন ডা. সুকান্ত ভট্টচার্য, লেডি গভর্নর শামিম আরা চৌধুরী, পিডিজি সিরাজুল হক আনছারী, কেবিনেট সেক্রেটারি জাহেদুল ইসলাম চৌধুরী, কেবিনেট ট্রেজারার মোসলেহউদ্দিন খান, জিএমটি লিডার জাহাঙ্গীর মিঞা, আরসি হেড কোয়ার্টার-১ (এক্টিভিটিজ) আতাউর রহমান, জয়েন্ট কেবিনেট সেক্রেটারি আশরাফুল আলম (আরজু), আরসি হেড কোয়ার্টার মীর্জা আকবর চৌধুরী, মেট্রোপলিটন ক্লাবের সাবেক প্রেসিডেন্ট লায়ন একেএমএ মুকিত, লায়ন মোরশেদুল হক চোধুরী, মীর্জা জামশেদ আলী চৌধুরী প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৮
এআর/এসি/টিসি         

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache