ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে  প্রাথমিক শিক্ষাভবনের ভিত্তিপ্রস্তর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৮
সীতাকুণ্ডে  প্রাথমিক শিক্ষাভবনের ভিত্তিপ্রস্তর সীতাকুণ্ডের দক্ষিণ বাঁশবাড়ীয়া হাজী পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা একাডেমিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর

চট্টগ্রাম: সীতাকুণ্ডের দক্ষিণ বাঁশবাড়ীয়া হাজী পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা একাডেমিক ভবন নির্মাণকাজ উদ্বোধন, ভিত্তিপ্রস্তর ও  অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৯ অক্টোবর) সকালে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শ্রম, কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য দিদারুল আলম।

তিনি বলেন, ‘বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার।

তাই বছরের প্রথম দিন প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ বাধ্যতামূলক করা হয়েছে। আগামি সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের বিজয় নিশ্চিত করতে হবে।
নৌকার  বিজয়  হলে দেশের  উন্নয়ন  হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুস্তম আলীর পরিচালনায় অভিভাবক সমাবেশে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান, ইউপি সদস্য রাশেদ, বাবুল, আওয়ামী লীগ নেতা আবু তাহের সওদাগর, কামরুজ্জামান, ছাত্রলীগ নেতা সাহাদাত হোসেন কামরুল, ইমাম উদ্দিন চৌধুরী আদিল।  

২০ লাখ টাকা ব্যয়ে দক্ষিণ বাঁশবাড়ীয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের জন্য সংসদ সদস্য দিদারুল আলম এক লাখ টাকা দেন।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৮
এসবি/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।