ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শেখ হাসিনাকে বিশ্বনেতারা আবারও প্রধানমন্ত্রী হিসেবে চান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২০ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৮
শেখ হাসিনাকে বিশ্বনেতারা আবারও প্রধানমন্ত্রী হিসেবে চান ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের জিএস আরশেদুল আলম বাচ্চুকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা

চট্টগ্রাম: ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের জিএস আরশেদুল আলম বাচ্চুকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা দিয়েছে ছাত্রলীগ চট্টগ্রাম মহানগর ও ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ।

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সঙ্গে সফরসঙ্গী হয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৩তম অধিবেশনে যোগদান শেষে রোববার (০৭ অক্টোবর বিকেলে চট্টগ্রামে ফিরে আসায় এ সংবর্ধনার আয়োজন করা হয়।

এই দিন দুপুর থেকে বিমানবন্দরে নগরের বিভিন্ন ওয়ার্ড, থানা-কলেজ পর্যায়ের নেতাকর্মীরা মোটর শোভাযাত্রা সহকারে উপস্থিত হয়।

ট্রাক-মিনি ট্রাক, প্রাইভেট কার মাইক্রো, বাসসহ বিভিন্ন যানবাহন নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা সমবেত হতে থাকে। বিকেল পৌনে তিনটায় ঢাকা থেকে ছেড়ে আসা রিজেন্ট এয়ার ওয়েজের বিমান থেকে কেন্দ্রীয়-নগর ছাত্রলীগের নেতারা নৌকার আদলে গড়া ফুল দিয়ে শুভেচ্ছা জানান তাকে।

পরে ভিআইপি প্রাইভেট কার পার্কিংয়ে ট্রাক দিয়ে সাজানো অস্থায়ী মঞ্চে প্রথমে ফুলের মালা পড়িয়ে আরশেদুল আলম বাচ্চুকে বরণ করে নেওয়া হয়। কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান তারেকের সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবর্ধিত আরশেদুল আলম বাচ্চু প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আগামী নিবার্চনে নৌকার বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরে যাবে না। আরেকবার শেখ হাসিনাকে বিশ্বনেতারা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছেন তাই ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীদের ফাঁকিবাজি বাদ দিয়ে প্রকৃত কর্মীর পরিচয় দিতে হবে। এই সংবর্ধনা সেদিন স্বার্থক হবে যেদিন জননেত্রী শেখ হাসিনা চতুর্থবার প্রধানমন্ত্রী হবেন।

সংবর্ধনা অনুষ্ঠানে নগর ছাত্রলীগের সাবেক নেতা ওসমানগণি আলমগীর, আরিফুর রহমান সোহাগ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-শিক্ষা ও পাঠচক্র সম্পাদক ও ওমরগনি এমইএস কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ উদ্দীন, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, সাইদুর রহমান সুজন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য নাজমুল সাকিব, শওকত আলম, নাদিম উদ্দীন, তোসাদ্দেক নুর তপু, আলী হায়দার স্বাধীন, রফিকুল আলম রুবু, দেলোয়ার হোসেন মিন্টু, নগর ছাত্রলীগের সহ-সভাপতি ইয়াছিন আরাফাত কচি, যুগ্ম সম্পাদক গোলাম ছামদানী জনি, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম মানিক, উপ-প্রচার এম এ হালিম মিতু, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আহ্বায়ক শফিউল আজম জিপু, উপ-ক্রীড়া কাজী মাহমুদুল হাসান রনি, উপ-যোগাযোগ মিজানুর রহমান, উপ-অর্থ আবু হানিফ রিয়াদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য আব্দুল্লাহ আল জোবায়ের হিমু, নগর ছাত্রলীগের সদস্য মিজানুর রহমান, সালাউদ্দীন বাবু, মাহবুবুর রহমান লিংকন, সাইদুল ইসলাম টিটু, ওমরগনি এম ই এস কলেজ ছাত্রলীগ নেতা শরফুর আনাম জুয়েল, সৈয়দ আনিসুর রমান, তোফাইল আহম্মদ মামুন, কামরুল ইসলাম রাসেল প্রমুখ।

পরে বিশাল শোভাযাত্রা নিয়ে বিমানবন্দর থেকে নগরের জিইসির মোড়ে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ সময়: ২২১৪ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৮
এসবি/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।