ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবিতে ১ আসনের বিপরীতে ২৮ শিক্ষার্থী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫১ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৮
চবিতে ১ আসনের বিপরীতে ২৮ শিক্ষার্থী

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে জমা পড়েছে ১ লাখ ৩৬ হাজার ২৪৭টি আবেদন। প্রতি অাসনের বিপরীতে ২৮ শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দেবেন।

আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. হানিফ সিদ্দিকী বাংলানিউজকে বলেন, গত বছর আবেদন জমা পড়েছিল ১ লাখ ২৬ হাজার ৫৭টি । কিন্ত এ বছর ১ লাখ ৩৬ হাজার ২৪৭টি অাবেদন জমা পড়ায় অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

অাসন প্রতি লড়বে ২৮ জন।

তিনি জানান, ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটে ৪৪ হাজার ৪৩১টি, ‘বি’ ইউনিটে ৩১ হাজার ৭৯০টি, বি-১ উপ ইউনিটে ১ হাজার ৮৮৪টি, ‘সি’ ইউনিটে ১১ হাজার ৪৩৯টি, ‘ডি’ ইউনিটে ৪৪ হাজার ৫৬৮টি ও ডি-১ উপ-ইউনিটে ২ হাজার ১৩৫টি আবেদন জমা পড়েছে।

আগামী ২৭ অক্টোবর ‘বি’ ইউনিটের মাধ্যমে শুরু হবে চবির ভর্তিযুদ্ধ। ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে ‘ডি’ ইউনিটের পরীক্ষা। ২৯ অক্টোবর ‘এ’ ইউনিট, ৩০ অক্টোবর ‘সি’ ইউনিট এবং ৩১ অক্টোবর ডি-১ ও বি-১ উপ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৮
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।