ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চিংড়িতে জেলি, পোয়া মাছে রং!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৮
চিংড়িতে জেলি, পোয়া মাছে রং! ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রঞ্জন চন্দ্র দে। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: ওজন বাড়াতে সিরিঞ্জে জেলি ভরে তা ঢোকানো হয় গলদা চিংড়ির শরীরে। অন্যদিকে দাম বেশি আদায় করতে সাদা পোয়া মাছে মেশানো হয় লাল রং!

ক্রেতা ঠকাতে মাছ বিক্রেতাদের এমন কাণ্ড ধরা পড়লো মাছের বাজারগুলোতে ম্যাজিস্ট্রেটের অভিযানে।

সোমবার (০৮ অক্টোবর) নগরের আগ্রাবাদ চৌমুহনী বাজার এবং পাহাড়তলী বাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রঞ্জন চন্দ্র দে এ অভিযান পরিচালনা করেন।

রঞ্জন চন্দ্র দে বাংলানিউজকে জানান, আগ্রাবাদ চৌমুহনী বাজারে জেলি ঢুকানো চিংড়ি বিক্রি করছিল এক মাছ বিক্রেতা। এ অপরাধে তাকে ৬ হাজার টাকা জরিমানা এবং জেলি ঢুকানো ১০ কেজি চিংড়ি ধ্বংস করা হয়।

তিনি বলেন, নগরের পাহাড়তলী বাজারে সাদা পোয়া মাছে রং মেখে লাল পোয়া মাছ হিসেবে বিক্রি করছিল আরেক মাছ বিক্রেতা। তাকে ৩ হাজার টাকা জরিমানা এবং রং মেশানো ১৮ কেজি পোয়া মাছ ধ্বংস করা হয়।

নগরবাসীর জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নগরের কাঁচা বাজারগুলোতে জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের নির্দেশে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ম্যাজিস্ট্রেট রঞ্জন চন্দ্র দে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৮
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।