[x]
[x]
ঢাকা, মঙ্গলবার, ১ কার্তিক ১৪২৫, ১৬ অক্টোবর ২০১৮
bangla news

চবির আলাওল হলে ছাত্রদের তালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-১০-০৮ ১:০১:৪৯ পিএম
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: পানি সংকট, টয়লেট সংস্কারসহ ১২টি দাবি বাস্তবায়নের লক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আলাওল হলে তালা লাগিয়ে বিক্ষোভ করেছে ছাত্ররা।

সোমবার (০৮ অক্টোবর) বেলা ১১টার দিকে হলের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করেন।

ঘণ্টাখানেক পর আবাসিক শিক্ষকরা দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে ছাত্ররা তালা খুলে দেন।

ছাত্ররা জানান, আলাওল হলে টয়লেটের অবস্থা খুবই খারাপ। অপরিষ্কার থাকায় টয়লেটে যাওয়া যায় না। হলের টিভি রুমে বসার জায়গা নেই। সাপের উপদ্রবে রাতে ঘুমানোও যায়না।

এরকম ১২টি সমস্যা সমাধানের লক্ষে হলের প্রধান ফটকে তালা লাগিয়ে প্রায় এক ঘণ্টা বিক্ষোভ করেন ছাত্ররা।

আলাওল হলের প্রাধ্যক্ষ আব্দুল হক বাংলানিউজকে বলেন, ছাত্রদের ১২টি দাবি যৌক্তিক। আমি নিজেই তাদের সমস্যা তদারকি করেছি। এ বিষয়ে উপাচার্যের সঙ্গে কথা হয়েছে। তিনি যতো টাকা লাগে দিবেন বলেছেন।কয়েকদিন পর হল সংস্কারের কাজ শুরু হবে।

বাংলাদেশ সময়:১২৪০ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৮
জেইউ/এসি/টিসি

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa