ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মুক্তিযোদ্ধার সন্তানদের নিয়ে ষড়যন্ত্র পুরোনো

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
মুক্তিযোদ্ধার সন্তানদের নিয়ে ষড়যন্ত্র পুরোনো মুক্তিযোদ্ধার সন্তানদের নিয়ে ষড়যন্ত্র পুরোনো

চট্টগ্রাম: সমাজসেবক ফরিদ মাহমুদ বলেছেন, মুক্তিযোদ্ধার সন্তানদের নিয়ে বর্তমানে যে ষড়যন্ত্র চলছে, তা পুরোনো প্রেসক্রিপশন বাস্তবায়নের অংশ। 

বুধবার (২৬ সেপ্টেম্বর) নগরের কয়েকটি ওয়ার্ডের মুক্তিযোদ্ধার সন্তানদের নিয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ফরিদ মাহমুদ বলেন, মুক্তিযুদ্ধের পর ৭৫ আগষ্ট পর্যন্ত যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ক্ষমতা থেকে উৎখাত করার ষড়যন্ত্র করেছিল, তাদের সেই দিনকার ভাষণ, তৎপরতা, আজকের দিনের মুক্তিযোদ্ধার সন্তানদের আক্রমন করার ভাষা ও তৎপরতা এক সূত্রে গাঁথা।

সেদিন পাকিস্তান  সামরিক-বেসামরিক পদস্থ কর্মকর্তারা ষড়যন্ত্র করেছিল যুদ্ধে অংশ নেওয়া বীর সেনানীদের বিরুদ্ধে।

তিনি বলেন, ২০০১ থেকে ২০০৮ পর্যন্ত একই অবস্থা বিরাজমান ছিল।

৭২ এর পর একে একে বিভিন্ন দপ্তর থেকে মুক্তিযোদ্ধাদের অপসারণ করে তারা ক্ষান্ত হয়নি। প্রধানমন্ত্রী  শেখ হাসিনা অসম্প্রদায়িক দেশগঠনে যখন এগিয়ে চলেছেন, ঠিক সেই সময়ে এসে আগের ষড়যন্ত্রকারীরা মুক্তিযোদ্ধার সন্তানদের নিয়ে ষড়যন্ত্রে মেতে ওঠেছেন।

মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ন আহ্বায়ক সাহেদ মুরাদ শাকুর সভাপতিত্বে যুগ্ন আহ্বায়ক মিজানুর রহমান সজীবের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগ সদস্য শেখ নাছির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য সরওয়ার আলম মনি, নগর শাখার সদস্য সচিব কাজী রাজেশ ইমরান।  

এসময় বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম নগর শাখার সদস্য মোহাম্মদ সাজ্জাদ হোসেন, আশরাফ চৌধুরী, মোহাম্মদ মেজবাহ আজাদ, হাসান মোহাম্মদ আবু হান্নান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।